বাস্তু দোষের জন্য একদিকে যেমন আর্থিক ক্ষতি (Financial Loss) হওয়ার সম্ভবানা থাকে, তেমনই উন্নতিতে ব্যঘাত ঘটবে। তাই ঘুমানোর সময় এই কয়টি জিনিস ভুলেও করবেন না।
বাড়ির ভুল দিকে শোওয়ার ঘর কিংবা বসার ঘর থাকলে বাস্তু দোষে (Vastu Dosh) তৈরি হয় এমন নয়। আমরা নিজেদের ভুলেও বাস্তুদোষ তৈরি করে থাকি। বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশ কিংবা ঘর সজ্জা নয়। আমাদের দৈনিক আচার-আচরণ, অভ্যেসও এর মধ্যে পড়ে। আমাদের কিছু ভুল অভ্যেসের জন্য বাস্তু দোষ তৈরি হতে পারে। আর এই বাস্তু দোষের জন্য একদিকে যেমন আর্থিক ক্ষতি (Financial Loss) হওয়ার সম্ভবানা থাকে, তেমনই উন্নতিতে ব্যঘাত ঘটবে।
সংসারে সুখ-শান্তি বজায় রাখতে, পরিবারের সকল সদস্যদের শারীরিক ভাবে (Health) সুস্থ রাখতে, সকল কাজে জয় লাভ করতে আজকাল অনেকেই বাস্তু টোটকা (Vastu Tips) মেনে চলেন। দিনে দিনে বাস্তু শাস্ত্রের ওপর মানুষের আস্থা বাড়ছে। বাস্তু মতে, ঘর সাজালে যে সংসারে উন্নতি ঘটবে, তা বিশ্বাস করছেন অনেকেই। এবার শুধু ঘর সাজালেই হবে। শাস্ত্র মতে নিজের অভ্যেস বদল করুন। নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষ তৈরি করছি। আমাদের কয়টি অভ্যেস এর কারণ। জেনে নিন বাস্তু মতে কোন কোনও অভ্যেসের বদল করতে হবে।
বাস্তু মতে, রাতে ঘুমাতে গিয়ে আমরা কয়টি ভুল করে থাকি। যার জন্য আর্থিক ক্ষতি (Financial Problems) যেমন হতে পারে, তেমনই অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে। রাতে ঘুমানোর সময় আমরা অনেকেই মোবাইল কিংবা ঘড়ি বালিশের নীচে রাখি। এই অভ্যেস আজ থেকেই বদল করুন। বাস্তু মতে এই অভ্যেস থেকে নেগেটিভিটি তৈরি করে। যার জন্য দেখা দিতে পারে বাস্তু দোষ। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়া, মোবাইল বা ঘড়ি বালিশের নীচে নিয়ে ঘুমালে ঘুমে ব্যঘাত ঘটে। এর থেকে স্লিপিং ডিসঅর্ডার (Sleep Disorder) দেখা যায়।
বালিশের নীচে খবরের কাগজ বা পড়াশোনা সম্পর্কীত কোনও জিনিস রাখবেন না। এতে মা লক্ষ্মী (Maa Laxmi) ক্ষুদ্ধ হন। এর জন্য চাকরি ও পড়াশোনা- উভয় ক্ষেত্রে বাধা আসতে পারে। অনেকেরই খাটে পড়ার বই ছড়িয়ে রাখার অভ্যেস আছে। এর থেকে বাস্তুদোষ তৈরি হয়। এই অভ্যেস আজই বদল করুন।
খাটের তলায় জুতো রাখা নতুন কিছু নয়। প্রতি বাড়িতেই এমন ঘটনা ঘটে থাকে। কিন্তু, জানেন কি এই অভ্যেস থেকেই তৈরি হয় বাস্তুদোষ। যে খাটে ঘুমান, তার নীচে জুতো (Shoes) রাখবেন না। এতে সংসারে খারাপ প্রভাব পড়ে।