বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। এবছর তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র। সে কারণে বিশেষ যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র মতে, এই বছরের অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ। তাই এই দিন মেনে চলতে পারেন বিশেষ টোটকা। আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে এদিন মেনে চলুন বিশেষ টোটকা।
হিন্দুদের একাধিক উৎসবের মধ্যে অন্যতম অক্ষয় তৃতীয়া। এই তিথিতে লক্ষ্মী ও গণেশের পুজো হয়। দোকানে দোকানে হাল খাতা খোলার রীতি আছে। শাস্ত্র মতে, শুভ প্রদানকারী একটি তিথি হল অক্ষয় তৃতীয়া। আগামী ৩ মে এবছর পালিত হবে অক্ষয় তৃতীয়া। ৩ মে সকাল ৫টা বেজে ১৯ মিনিটে তিথি শুরু হচ্ছে। তা চলবে ৪ মে সকাল ৭টা বেজে ৩৩ মিনিট পর্যন্ত।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। এবছর তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র। সে কারণে বিশেষ যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র মতে, এই বছরের অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ। তাই এই দিন মেনে চলতে পারেন বিশেষ টোটকা। আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে এদিন মেনে চলুন বিশেষ টোটকা। শুধু মাত্রা বাড়িতে আয়নার স্থান পরিবর্তনে উপকার পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির উত্ত দিকে আয়না লাগান। এই দিশায় আয়না লাগাতে ইতিবাচক শক্তি উৎপন্ন হবে। ফলে আর্থিক বৃদ্ধি ঘটবে।
নানা কারণে আর্থিক জটিলতা লেগেই থাকে। আর্থিক ক্ষতি, পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক টানাপোড়েন, অধিক অর্থ ব্যয়ের মতো সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তে পেতে ঘরের আয়নার স্থান বদল করুন। জ্যোতিষ শাস্ত্রে, আর্থিক উন্নতিতে আয়নারা টোটকার গুরুত্ব বিস্তর। শাস্ত্র মতে, অনেক সময় বাস্তুদোষেও এমন আর্থিক জটিলতা তৈরি হয়। আর এই সকল দোষ কাটাতে আয়না বেশ উপকারী। বাড়ির পূর্ব দিকে আয়না রাখলে ইতিবাচ শক্তি উৎপন্ন হবে। এই ইতিবাচক শক্তি সকল আর্থিক জটিলতা দূর করে আর্থিক উন্নতি ঘটাবে।
শাস্ত্র মতে, এই তিথিতে লক্ষ্মী ও গণেশের পুজো হয়। এদিন মা লক্ষ্মীর সঙ্গে কুবের যন্ত্রের পুজো করুন। কথিত আছে, এদিন ভগবান কুবেরকে তুষ্ট করলে আর্থিক বৃদ্ধি ঘটবে। অক্ষয় শব্দের অর্থ হয় যার কোনও ক্ষয় নেই। তাই এই দিন কোনও কাজ শুরু করলে তা চিরস্থায়ী হয় বলে মনে করা হয়। তাই এই শুভ তিথিতে ব্যবসা সংক্রান্ত নতুন পদক্ষেপ নিতে পারেন। এতে ব্যবসায় শুভ প্রভাব পড়বে। ফলে ক্ষতির মুখ থেকে রক্ষা পাবেন। তাই এবার আর্থিক জটিলতা কাটিয়ে আর্থিক বৃদ্ধি করতে চাইলে অক্ষয় তৃতীয়ার দিন আয়নার দিশা বদল করুন। এই টোটকায় উপকৃত হবেন। কেটে যাবে সকল জটিলতা।
আরও পড়ুন- শনিচরি অমাবস্যায় পালন করুন এই বিশেষ ১০টি টোটকা, পাবেন শনি দেবতার কৃপা দৃষ্টি
আরও পড়ুন- অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ