আজ নবরাত্রি-র তৃতীয় দিন। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। দেবীর কৃপা পেতে আজ পালন করুন বিশেষ টোটকা। নবরাত্রিরের তৃতীয় দিনে রাশি অনুসারে টোটকা পালনে মিলবে উপকার।
দেবীচন্দ্র ঘন্টা হলেন দেবী দুর্গার তৃতীয় পুনঃজন্ম। আজ নবরাত্রি-র তৃতীয় দিন। আজ দেবী পুজিত হচ্ছেন এই রূপে। এমনই এই নয় দিন ধরে দেবীর এক এক রূপের পুজো হয়ে থাকে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। শারদীয়ার নবরাত্রির ১০ তম দিনটি বিজয়াদশমী হিসাবে পালিত হয়। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। দেবীর কৃপা পেতে আজ পালন করুন বিশেষ টোটকা। নবরাত্রিরের তৃতীয় দিনে রাশি অনুসারে টোটকা পালনে মিলবে উপকার।
মেষ রাশি- আজ আপনারা সকাল ও সন্ধ্যা প্রদীপ জ্বালান দেবীর সামনে।
বৃষ রাশি-নিজের প্রিয় ভোগ, ফল ও ফুল দেবীকে নিবেদন করুন। এটি শুভ বলে গণ্য হয়। কেটে যাবে জীবনের সকল বাধা।
মিথুন রাশি-আজ চন্দ্রঘন্টা দেবীর পুজো করুন। সঙ্গে দুর্গা সপ্তশতী পাঠ করা উচিত মিথুন রাশির।
কর্কট রাশি- আজ দেবীর আরাধনার করার সঙ্গে লক্ষ্মী সহস্রনাম পাঠ করুন। এতে সব কাজে সফল হবেন।
সিংহ রাশি- নবরাত্রিরের তৃতীয় দিনে দেবী দুর্গা মন্ত্র জপ করুন। এতে সব কাজে আসবে সাফল্য।
কন্যা রাশি- আজ আপনারা লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। মিলবে দেবীর কৃপা। কেটে যাবে জীবনের সকল বাধা।
তুলা রাশি- তুলা রাশির ছেলে মেয়েরা আজ কালী চালিসা পাঠ করুন। সকল সংকট থেকে মিলবে মুক্তি এই উপায়।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দুর্গা সপ্তপতী পাঠ করুন। এতে মিলবে উপকার। এতে সব কাজে আসবে সাফল্য।
মকর রাশি- দেবীর কৃপা পেতে মকর রাশির ছেলে মেয়েরা নিজের হাতে রান্না করে দেবীকে ভোগ নিবেদন করুন।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতক জাতিকারা দেবীর কৃপা পেতে আজ চন্দ্রঘন্টা দেবীর পুজো করুন ও দেবী কবচ পাঠ করুন। এতে জীবনের সকল বাধা কেটে যাবে। সব কাজে আসবে সাফল্য।
মীন রাশি- মীন রাশির জন্য হলুদ রং শুভ। আজ হলুদ রঙের টোটকা পালন করতে পারেন। আজ হলুদ মালা দিয়ে বগলামুখী দেবীর পুজো করুন। এতে সব কাজে আসবে সাফল্য। কেটে যাবে জীবনের সকল বাধা।
নবরাত্রিরের তৃতীয় দিনে রাশির অনুসারে পালন করুন টোটকা, মিলবে উপকার।
আরও পড়ুন- দুর্গাপুজায় কাজে লাগান লবঙ্গের এই টোটকা, বদলে যাবে ভাগ্য এমনকী সব ইচ্ছাও পূরণ হবে
আরও পড়ুন- ভগবান গণেশের মাথা এখনও সংরক্ষিত আছে উত্তরাখন্ডের এই গুহায়, জেনে নিন এর রহস্য
আরও পড়ুন- ৫১ টি শক্তিপীঠ দর্শনেই মহাপূণ্য, যেখানে মা সতীর দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল