Vastu Tips: অবসাদ কাটাতে মেনে চলুন বাস্তু মত, জেনে নিন কী করবেন

বাস্তু শাস্ত্রে যেমন টোটকা রয়েছে আর্থিক অনটন দূর করার। তেমনই রয়েছে একাধিক শারীররিক সমস্যা দূর করার টোটকা আছে বাস্তু শাস্ত্রে। বাস্তু টোটকা মেনে দূর করতে পারেন মানসিক অবসাদ (Mental Exhaustion)। 

বাস্তু শাস্ত্রের (Vastu Shastra) ওপর মানুষের ভরসা ক্রমে বাড়ছে। সংসারে শুভ শান্তি বজায় রাখতে, আর্থিক অনটন (Financial Problem) দূর করতে এবং পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য (Good Health) বজায় রাখতে বাস্তু মত মেনে চলছে আনেকেই। বাস্তু শাস্ত্রেও অধিকাংশ সমস্যার উপায় বর্ণিত আছে। যা সঠিক ভাবে পালন করতে পারলে নিমেষে দূর হবে সকল সমস্যা। বাস্তু শাস্ত্রে যেমন টোটকা রয়েছে আর্থিক অনটন দূর করার। তেমনই রয়েছে একাধিক শারীররিক সমস্যা দূর করার টোটকা আছে বাস্তু শাস্ত্রে। বাস্তু টোটকা মেনে দূর করতে পারেন মানসিক অবসাদ (Mental Exhaustion)। 

বর্তমান পরিস্থিতিতে মানসিক অবসাদে  (Mental Exhaustion) ভুগছেন অনেকে। হতাশা, মানসিক চাপ, মানসিক অবসাদ গ্রাস করছে অনেকে। এই সমস্যা দেখা দিতে পারে বাস্তু দোষের জন্য। বাস্তু শাস্ত্র মতে, বাড়ির উত্তর, পশ্চিম দিকে যদি বিদ্যুৎ উৎপাদনকারী জিনিস রাখেন তাহলে মানসিক সমস্যায় ভুগতে পারেন। বাস্তু শাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ পূর্বে রাখুন বিদ্যুত উৎপাদনকারী উপাদান। বাস্তু শাস্ত্র মতে, এই দিন শুভ। বিদ্যুৎ উৎপাদনকারী জিনিস রাখার জন্য এটা শুভ দিক। 

Latest Videos

বাড়িতে জলের ট্যাঙ্ক ও কুয়ো তৈরির সময় বাস্তু টোটকা (Vastu Tips) মেনে চলুন। ভুলেও ঈশান কোণে কুয়ো বা জলের ট্যাঙ্ক রাখবেন না। এতে মানসিক অবসাদ বাড়ে। তাই ঈশান কোণ কখনও খুঁড়বেন না। এতে পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে গুরুত্ব দিন বাড়ির নৈঝত কোণার দিকে। বাস্তু মতে, বাড়ির খুবই গুরুত্বপূর্ণ দিন নৈঋত কোণ। খেয়াল রাখুন যেন বাড়ির এই কোণা ছোট না হয়।  এতে পরিবারে সদস্যরা মানসিক অবসাদে ভুগতে পারে। 

আরও পড়ুন: Astrological Tips: ঘুম থেকে উঠে এই কাজ ভুলেও করবেন না, দিন খারাপ যেতে পারে

আরও পড়ুন: Vastu Tips: মেনে চলুন এই বাস্তু টোটকা, মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে আপনার হেঁশেলে

পিরামিডের সঙ্গে আমাদের সংস্কৃতি ওতপ্রোত ভাবে জড়িত। দক্ষিণ ভারত হোক কিংবা আমাদের রাজ্যে, মন্দিরের মাথায় অধিকাংশ সময়ই পিরামিড (Pyramid) আকৃতি দেখা যায়। ঘরে রাখতে পারেন পিরামিড (Pyramid)। তামা-পিতল বা পঞ্চ ধাতুর তৈরি পিরামিড সর্বত্র পাওয়া যায়। বাস্তু মতে, এই পিরামিড ঘরে রাখা খুবই শুভ। এতে মানসিক অবসাদ কাটে। তেমনই পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটে। পিরামিড বা ত্রিভূত আকৃতি বানাতে পারেন বাড়ির ছাদেও। শাস্ত্র মতে, সংসারের সকল দুর্ভোগ দূর করে পিরামিড।  

ঘরে রাখুন শ্রী কৃষ্ণর (Sree Krisna) ছবি। শ্রী কৃষ্ণের কৃপায় মানসিক অবসাদ কাটবে।  ঘরে এমন একটি ছবি রাখুন যেখানে বাঁশি বাজাতে দেখা যাবে শ্রী কৃষ্ণকে। সঙ্গে যেন থাকে গোমাতা। এই ছবি রাখলে মানসিক অবসাদ দূর হবে। কেটে যাব সকল মানসিক সমস্যা।    
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News