অর্থনীতি নিয়ে ভারতকে খোঁটা দিল বাংলাদেশ, '৭১-এর পর নাকি 'অনুপ্রবেশ ঘটেইনি'

ভারতকে জিডিপি নিয়ে খোঁটা দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

তাঁর দাবি একাত্তরের পর থেকে বাংলাদেশ থেকে ভারতে কোনও অনুপ্রবেশ হয়নি

কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো

তবে এনআরসি-সিএএ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি তিনি

একাত্তরের পর থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে কোনও অনুপ্রবেশ হয়নি। এমনটাই দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুধু তাই নয়, জিডিপি তথা অর্থনীতি নিয়ে ভারতকে খোঁটা দিতেও ছাড়েননি তিনি। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসি  এবং সিএএ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি, 'ভারতের অভ্যন্তরীণ বিষয়' বলে এড়িয়ে গিয়েছেন।

সম্প্রতি, পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সংসদে পাস হওয়ার পর সিএএ আইন কার্যকর করা শুধু সময়ের অপেক্ষা। কোভিড -১৯ এর কারণে কিছুটা দেরি হচ্ছে। সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন তিনি।

Latest Videos

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

এই বিষয়ে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাতকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, দেশভাগের সময় ওইপার থেকে বহু মানুষ ভারতে এসেছিলেন। কিন্তু, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ অবৈধভাবে ভারতে আসেনি। তাঁর মতে বাংলাদেশ থেকে ভারতে আসার কোনও কারণই নেই। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় খুবই ভাল। জীবনযাত্রার মানও বাংলাদেশে বেশ ভাল। তাই, বাংলাদেশীদেরা অবৈধভাবে ভারতে আসার কোনও কারণই নেই। উল্লেখ্য, অতি সম্প্রতি অর্থনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন মাথাপিছু জিডিপি বৃদ্ধিতে বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়তে চলেছে ভারত।

আরও পড়ুন - কেন মনমোহনকেই প্রধানমন্ত্রী করেছিলেন সনিয়া, ফের ঝড় তুলল ওবামা-র স্মৃতিকথা

 

আরও পড়ুন - 'পিসি নিশ্চিন্ত থাকুন, উত্তরবঙ্গে উঠবে গেরুয়া ঝড়' - কাজ শুরু করে দিলেন অমিত মালব্য

 

আরও পড়ুন - সরকারের নির্দেশ মানল না কর্পোরেশন, মুম্বইয়ে এই বছর আর খুলছে না স্কুল

তবে, জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সম্পূর্ণ ভারতের বিষয় বলেই জানিয়েছেন তিনি। আর যেহেতু '১৯৭১ সালের পর থেকে ভারতে কোনও বাংলাদেশী অনুপ্রবেশ ঘটেনি', তাই এই বিষয় নিয়ে বাংলাদেশীদের ভাবনাও নেই বলে দাবি করেছেন আসাদুজ্জামান।

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন