KIFF 2022 : ২০২২ সালে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রইল দিনক্ষণ

এবার ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। গত সোমবার ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  দিনক্ষণ প্রকাশ্যে এল। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলতি বছরে নয় বরং আগামী বছর ২০২২ সালে জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । 

Riya Das | Published : Nov 9, 2021 6:11 AM IST / Updated: Nov 09 2021, 02:55 PM IST

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ( Kolkata International Film Festival)সঙ্গে যেন জড়িয়ে রয়েছে নস্ট্যালজিয়া। সারা বছরভর বাঙালি তথা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) জন্য। তবে করোনা অতিমারির কারণে গতবছর নভেম্বরে নয় বরং সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই গত ৮-১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (27th Kolkata International Film Festival) দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। গত সোমবার ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) দিনক্ষণ প্রকাশ্যে এল।

 

 

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival)  চলতি বছরে নয় বরং আগামী বছর ২০২২ সালে জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে এবারের থিম কী হতে চলেছে, কী কী চমক থাকতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে   (Kolkata International Film Festival)সমস্ত তথ্যই জানা যাবে খুব শীঘ্রই। প্রতিবছরের মতো এবছরও থাকছে একাধিক নয়া চমক।  দেশ-বিদেশের বিখ্যাত চলচ্চিত্র দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে করোনা ভাইরাসের কারণে কড়া বিধিনিষেধ মেনেই আয়োজিত করা হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কোভিড গাইডলাইন মেনে  সমস্ত সামাজিক দূরত্ব রেখেই অত্যাধুনিক স্মার্ট ডিজাইনের মাধ্যমেই আয়োজিত করা হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) । 

 

আরও পড়ুন-Subhashree Ganguly : সোফায় শুয়ে শুভশ্রী, অসুস্থ মায়ের দেখভাল করছে একরত্তি ইউভান

আরও পড়ুন-Malaika Arora : বাথরুম থেকে প্যান্ট ছাড়াই বেরিয়ে এলেন মালাইকা, চরম ট্রোলড নায়িকা

আরও পড়ুন-Aryan Khan : আরিয়ান মাদক মামলায় তলব শাহরুখের ম্যানেজার পূজাকে, জারি হতে পারে সমন

 

 

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটা বড় উৎসব হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival)।  ১৯৯৫ সাল থেকে শুরু হয়েছিল  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । বিগত কয়েক বছর ধরেই জাকজমক ভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যেখানে রীতিমতো বসে চাঁদের হাট। প্রতি বছর উদ্ধোধনী অনুষ্ঠানের বিভিন্ন ঝলক ধরা পড়ে। নবান্নের সভাঘর থেকেই ভার্চুয়ালি এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   গত বছর ভার্চুয়াল অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। একটানা দু বছর ধরে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন প্রযোজক-পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। তবে আগামী চলচ্চিত্র উৎসবে এই দায়িত্ব পদ থেকে সরে যেতে চাইছেন রাজ চক্রবর্তী।   কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাজ জানিয়েছেন, আমার মনে হয় টানা ২ বছর এক পদে থাকার পর নতুন কেউ এলে তাতে অন্যরকম বৈচিত্র আসবে। সেকথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Share this article
click me!