চলচ্চিত্রের 'ভুবন সোম', জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তী মৃণাল সেনকে

  •  ৯৭-এ পা দিলেন কিংবদন্তী পরিচালক মৃণাল সেন
  • ভারতীয় বাংলা চলচ্চিত্রের 'ভুবন সোম' তিনি
  • রাতভোর ছবি দিয়ে সিনেমায় হাতেখড়ি মৃণালের
  • তার সিনেমাতে বাম দর্শন বিশেষ ভাবে ফুটে উঠেছিল

ভারতীয় বাংলা চলচ্চিত্রের 'ভুবন সোম' তিনি। তিনিই হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে এই জায়গার নিয়ে আসার পিছনে তার অবদান অনস্বীকার্য। আজ তার শুভ জন্মদিন। ৯৭-এ পা দিলেন কিংবদন্তী পরিচালক মৃণাল সেন।  সত্যজিৎ রায়, ঋত্বির ঘটকের পর মৃণাল সেনই এমনই একজন পরিচালক  যার হাত ধরে চলচ্চিত্র জগতে এক নতুন প্রবর্তন ঘটেছিল। সেই বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিনে ফিরে দেখা মৃণালকে।

আরও পড়ুন-ওষুধ বিক্রেতা থেকে কলকাতা ৭১-এর স্রষ্ঠা, কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের পথচলা...

Latest Videos

সত্যজিৎ রায়কে যেমন সারা বিশ্ব 'পথের পাঁচালী' র জন্য এক নামে চেনে। তার অমর সৃষ্টি যেন আজও সকলের হৃদয়ে অক্ষত হয়ে রয়েছে। ঠিক তেমনই  'ভুবন সোম', 'পদাতিক' 'নীল আকাশের নীচে' 'বাইশে শ্রাবণ'-সহ আর বেশ কিছু ছবি মৃণালকে সারাজীবন মনে রেখে দেবে। সালটা ১৯৫৫। 'রাতভোর' ছবি দিয়ে সিনেমায় হাতেখড়ি মৃণালের। যদিও সেই ছবি খুব একটা সাফল্য পায়নি। তবে সেখান থেকে যাত্রা শুরু মৃণালের।

 

 

আরও পড়ুন-কলকাতার কঠিন বাস্তবকে পর্দায় এঁকেছিলেন মৃণাল সেন, সৃষ্টি হয়েছিল কলকাতা ট্রিলজি...

মৃণাল সেন এমনই একজন পরিচালক ছিলেন, যিনি বিশ্বাস করতেন বিনোদনের জন্য সিনেমা নয়, ছবির মাধ্যমেও মানুষকেও শিক্ষিত করা যায়। সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই তিনি এগিয়ে চলেছেন। বাড়ির উঠোন থেক ময়দান, গলি থেকে রাজপথ, বস্তি থেকে অট্টালিকা তার সিনেমায় ট্র্যাজিক তৈরি করেছে। তার সিনেমাতে বাম দর্শন বিশেষ ভাবে ফুটে উঠেছিল।  'আকালের দর্শন' হোক বা 'কলকাতা ট্রিলজি'। ছাত্রকালে কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হয়েছিলেন। কিন্তু কখনওই কমিউনিস্ট পার্টির সদস্য হননি। চল্লিশের দশকে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমেই সমমনাভাবাপন্ন মানুষদের কাছাকাছি আসেন।  তার ঝুলিতে রয়েছে 'ভুবন সোম', 'পদাতিক' 'নীল আকাশের নীচে' 'বাইশে শ্রাবণ', 'মৃগয়া', ' আকালের সন্ধানে', 'পুনঃশ্চ', 'পরশুরাম', 'একদিন প্রতিদিন'-এর মতো অসামান্য ছবি। তার শেষ ছবি 'আমার ভুবন' যেটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। সব মিলিয়ে মোট ২৭ টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি ও ১৪ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ৪ টি তথ্যচিত্র পরিচালনা করেছেন মৃণাল সেন। বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া, তেলেগু ভাষাতেও চলচ্চিত্র নির্মান করেছিলেন মৃণাল সেন। সালটা ১৯৭৬। 'মৃগয়া' ছবিতেই ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর অভিষেক ঘটেছিল।  জাতীয় আন্তর্জান্তিক স্তরে বহু পুরস্কারও রয়েছে মৃণাল সেনের ঝুলিতে।


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar