বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড আক্রান্ত হওয়ার পর ক্রমশ তাঁর অবস্থার অবনতি হয়েছে। আপাতত তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা যাচ্ছে বুধবার আবারও করানো হবে করোনা পরীক্ষা। তাঁর শরীরে পটাশিয়াম-সোডিয়ামের পরিমাণের মাত্রা সঠিক নেই। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক উন্নতি হওয়ার আগেই আর এক অভিনেতা আক্রান্ত হয়ে পড়লেন করোনায়।
টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের কোভিডে আক্রান্ত হয়েছেন। অভিনেতার তরফ থেকে কোনও খবর না এলেও সূত্রের খবর, শারীরিক অসুস্থতা দেখা দিতেই কোভিড পরীক্ষা করানো হয় তাঁর। পরীক্ষার ফলাফল পজিটিভ আসতেই তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালটি অবস্থিত। জানা যাচ্ছে, চিকিৎসা দ্রুত শুরু হতেই এখন জয়ের অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় দ্রুত সারা দিলেই ফের কোভিড পরীক্ষা করানো হবে তাঁর।