সুদিপ্তা চক্রবর্তী বাংলা টেলি জগতের চেনা মুখের একজন।
তাঁর অভিনয় মুগ্ধ অসংখ্য দর্শক।
এবার নিজের নাচেও মাতালেন নেটিজেনদের।
Adrika Das | Published : Apr 10, 2020 4:08 PM / Updated: Apr 10 2020, 04:17 PM IST
অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী বাংলা টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ। সেরা বউমা, সেরা মেয়ে সব খেতাবই রয়েছে তাঁর কাছে। এবার খুব শীঘ্রই সেরা ডান্সারের শিরোপাও উঠবে তাঁর মাথায়। সম্প্রতি একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে সাউথের একটি জনপ্রিয় পেপি নম্বর বুটিবম্মা গানে নাচতে দেখা গিয়েছে সুদিপ্তাকে।
ইতিমধ্যেই ভাইরাল ক্যুইন হয়ে উঠেছেন সুদিপ্তা। লকডাউনেও কীভাবে ভক্তদের মন ভোলাতে হয় তা জানেন অভিনেত্রী। প্রসঙ্গত করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পাঁচ হাজার। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছে একুশ দিন। তবে আরও বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে লকডাউন। লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও।
আর পড়ুনঃডাক্তার থেকে পুলিশ, সকলকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।