সংক্ষিপ্ত
- এ আর রহমান তো ক্ষুব্ধ ছিলেনই।
- পাশাপাশি ট্রোলারদের তিরে বিদ্ধ হওয়া।
- এবার জয়পুর পুলিশের টার্গেটে তনিষ্ক বাগচী।
আরও পড়ুনঃনাচই নয় মনামীর এই গুণটিও অবাক করেছে নেটিজেনদের, দেখে নিন ভিডিওতে
আরও পড়ুনঃসারা গায়ে-মুখে সাবানের ফেনা, লকডাউনে ভাইরাল ঋতুপর্ণার স্নানের ছবি
রহমানের পর এবার জয়পুর পুলিশের তোপে পড়লেন তনিষ্ক। তনিষ্কের ভরশনটি নিঃসন্দেহে অধিকাংশ শ্রোতাদের যে অপছন্দ হয়েছে তা ট্রোলিংয়ের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। এমনকি গানটি যে জয়পুর পুলিশেরও অপছন্দ তা জয়পুর পুলিশের ট্যুইটার পেজ থেকে প্রমাণিত হল। সম্প্রতি মুম্বই, হায়দরাবাদ, লখনউ নানা পুলিশের ট্যুইটার পেজ গুলি মজার ছলে বিভিন্ন পোস্টের মাধ্যমে সতর্কতা জারি করেন। তারাও ট্রোলিংয়ের মাধ্যমে সকলকে সতর্ক রাখার পন্থা বেছে নিয়েছেন।
আরও পড়ুনঃকরোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে অক্ষয়, পিছনে ফেললেন তাবড় তাবড় তারকাদের
সম্প্রতি জয়পুর পুলিশ একটি পোস্ট করেন যেখানে মজার ছলে লেখা হয়েছে, যারা লকডাউনের নিয়ম মানবেন না, তাদের লকআপে পুড়ে দীর্ঘক্ষণ তিনষ্কের মাসাকলি শোনানো হবে। যার মানে, গানটি এতটাই খারাপ যার মাধ্যমে সাধারণ মানুষ লকডাউন না মানলে তাদের টরচার করা যায়। পোস্টের ক্যাপশনে লেখা, "না উড়িও, তু ডড়িও, না কর মনমানি, মনমানি, ঘর মে হি রহিও, না কর নাদানি, এ মাসাকলি, মাসাকলি।"
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ