কনের সাজে 'শুভদৃষ্টি'র নায়িকা ঐশ্বর্য, সাবেকিয়ানার ছোঁয়াতেই ভক্তদের কৌতুহল

Published : Aug 16, 2020, 01:00 PM ISTUpdated : Aug 16, 2020, 01:33 PM IST
কনের সাজে 'শুভদৃষ্টি'র নায়িকা ঐশ্বর্য, সাবেকিয়ানার ছোঁয়াতেই ভক্তদের কৌতুহল

সংক্ষিপ্ত

'শুভদৃষ্টি' ধারাবাহিকের অভিনেত্রী ঐশ্বর্য সেনের ছবিতে চমক কনের রূপে ধরা দিলেন টেলি নায়িকা সাজের মধ্যে অভিনবত্ব সাবেকিয়ানা দেখেই ভক্তমহলে প্রশ্নের ছড়াছড়ি 

জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'শুভদৃষ্টি'র নায়িকা ঐশ্বর্য সেন কনের সাজে। সাবেকিয়ানায় ধরা দিলেন অভিনেত্রী। টেলি নায়িকার বধূ অবতার নিয়ে জেগেছে ভক্তদের মনে কৌতুহল। ঐশ্বর্যের সাজের মধ্যে রয়েছে অভিনবত্ব। এমন বাঙালি বধূর রূপে সাধারণত কাউকে আজকাল দেখা যায় না। মেহেন্দি, ভারি গয়না ও চড়া মেকআপে হারিয়েছে বাঙালির সাবেকিয়ানা। 

আরও পড়ুনঃকরোনা আবহে বিয়ের সারলেন মানালি দে, অভিমন্যুর সঙ্গে পোস্ট করলেন বিয়ের ছবি

সেই সাজকেই টেক্কা দিলেন পুরনো দিনের সাজকে ফিরিয়ে আনলেন ঐশ্বর্য। ভক্তদের প্রশ্ন ছিল তাঁদের প্রিয় নায়িকা লকডাউনে বিয়ে সারছেন কিনা। কৌতুহলের উত্তরও পেয়ে গিয়েছে সময় যেতেই।একটি ফোটোশ্যুটের ভিডিওগুলিই পোস্ট করেছেন ঐশ্বর্য। যেখানে তসরের সাদা শাড়ি লালা পাড়ে দেখা গেল তাঁকে। 

আরও পড়ুনঃশাহরুখের সুরে রোম্যান্সে মজলেন নসুরত, ভিডিওতে ধরা পড়ল সৌন্দর্যের সাতকাহন

আরও পড়ুনঃশাহরুখের বিদেশের বাংলোতে থাকতে পারবেন আপনিও, একরাত থাকতে গেলে দিতে হবে প্রায় ২ লাখ

সোনার চোকার, লম্বা বিছে হার, ঝোলা দুল, হাতে সাঁখা পলা ছাড়া আর কিছুই নেই। নথের এবং চন্দনে সেজে উঠেছেন তিনি। শুভদৃষ্টি ধারাবাহিকে দৃষ্টির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এই ধারাবাহিকটি শেষ হতেই তাঁকে এখন দেখা যাচ্ছে, কোড়া পাখি ধারাবাহিকে। বনলতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

আরও পড়ুনঃভেজা চুল-লো নেক ব্লাউজ, রিলস ভিডিওতে বলি-নায়িকাদের হার মানালেন দর্শনা

 

PREV
click me!

Recommended Stories

অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা