'আমি শেষ হয়ে যাচ্ছি', সোলাং ভ্যালিতে Snowfall, এ কী অবস্থা হল অঙ্কুশের

  • অভিশপ্ত বছরকে কাটিয়ে উঠতে পেরে খুশির মেজাজে অঙ্কুশ হাজরা
  • নতুন বছরের ছুটি কাটাচ্ছেন মানালিতে
  • ঐন্দ্রিলার সঙ্গে চুটিয়ে আনন্দ করছেন সোলাং ভ্যালিতে
  • স্নোফলে মজা করতে করতে এ কী হল অভিনেতার

ঐন্দ্রিলা অঙ্কুশের হিমাচল ডায়রিজ বর্তমানে নেটিজেনদের পছন্দের পোস্টগুলির মধ্যে অন্যতম। বছরের শেষের কয়েকটা দিন হিমাচল প্রদেশে গিয়ে কাটিয়েছেন ঐন্দ্রিলা অঙ্কুশ। তাদের সঙ্গে অবশ্য রয়েছেন আরও দু'জন। হিমাচল প্রদেশে বরফের মাঝেই কাটাতে দেখা গিয়েছে ২০২০-র শেষে কয়েকটা দিন। নতুন জীবনে প্রবেশ করার আগেই ছোট্ট ট্রিপে অঙ্কুশ ঐন্দ্রিলা। মানালির কুফরিতে গিয়ে বরফ নিয়ে দারুণ মজা করেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। 

অভিশপ্ত ২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ছুটে গিয়েছেন হিমাচল প্রদেশে। মানালিতেই কাটিয়েছেন বছরের শেষ কয়েকটা দিন। সোলাং ভ্যালি থেকে লাইভ ভিডিও করলেন অঙ্কুশ। সেখানে চলছে স্নোফল। যা দেখে লাইভ না করে থাকতে পারেননি অঙ্কুশ। 

Latest Videos

আরও পড়ুনঃরাজস্থানি রূপে নুসরত, অভিনেত্রীর সিঁথির সিঁদুরেই গেল নজর, মন্ত্রমুগ্ধ ভক্তমহল

 

ঐন্দ্রিলা ও নিজের ঘনিষ্ঠ মহলের সঙ্গে মজা করতে করতেই লাইভ চলছে জোরদার। সেই করতে গিয়ে আনন্দের চটে বরফের উপর ঝাঁপ দিলেন অভিনেতা। তারপরই অবস্থা একেবারে খারাপ। ঠান্ডায় এমন জমে গেলেন যে আঙুলও নাড়াতে পারছেন না। একই অবস্থা ঐন্দ্রিলারও। তিনি প্রায় কথাই বলার মত অবস্থায় নেই। মোটা জ্যাকেট, সোয়েটার পরে স্নোফলের মধ্যে আনন্দ করার চেষ্টা করছেন। তাঁদের দেখে যে কারোর এখন সোলাংয়ে ছুটতেই ইচ্ছে করবে সেটাই স্বাভাবিক।

 

/p>

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik