পাহাড় সফরে অঙ্কুশ-ঐন্দ্রিলা, বরফ ভেজা স্নানে আলিঙ্গল, মুহূর্তে ভাইরাল জুটি

  • বছর শেষে ট্রিপ প্ল্যানিং 
  • পাহাড় কোলে পাড়ি দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা 
  • বরফের মাঝেই রোম্যান্স 
  • মুহূর্তে ভাইরাল সেই ছবি 

বছরে একটা বড়ট্রিপ চাই-ই-চাই। এমনই সংকল্পে বাঁধা ঐন্দ্রিলা ও অঙ্কুশের কেমিষ্ট্রি। দুজনেই ঘুরতে ভিষণ পছন করেন। আর মাঝে মধ্যেই তা ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া। বর্তমানে এই জুটির বিয়ের খবর সর্বত্র ভাইরাল। বছর পড়তেই কী চারহাত এক। তেমনটাই সম্ভাবনা প্রবল, আর সেই গুঞ্জনের মাঝেই দুই স্টার উড়ে গেলেন পাহাড় সফরে। 

 

Latest Videos

 

বিমান বন্দর থেকেই সফর শুরুর ছবি শেয়ার। দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ভক্তদের সংখ্যাও নেহাতই কম নয়। তাই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা নজর কাড়ে ভক্তদের। এবার ব্যতিক্রম হল না। ছবি দিয়ে সাফ জানালেন অঙ্কুশ, এবার বরফের পথে। ঠিকানা হিমাচল প্রদেশ। বছরের শেষ খানিক ছুটির আমেজ। এই সময় পাহাড় মানেই বরফ দর্শন। 

 

 

হিমাচল নিরাশ করেনি এই জুটিকে। পাহাড়ে পা পড়তেই বরফ ভেজা স্নান। ক্যামেরা বন্দি হল সেই বিশেষ মুহূর্ত। অঙ্কুশ ও ঐন্দ্রিলা, বরফের মাঝেই শীতের আমেজ উপভোগ করতে একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তে ছবি নজর কাড়ে সকলের। 

 

 

সিমলা ম্যাল থেকে একের পর এক ছবি ছাড়তেন দুই তারকা। কখনও হোটেল থেকে পুরো উত্যকায় বরফ পড়ে থাকার ছবি, কখনও উঠে আসছে রোড ট্রিপের ভিডিও। যা মুহূর্তে নজর কাড়তে বাধ্য সকলের। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News