উমাকে বোল্ড আউট করল আলিয়া, আচমকাই ঘটে সবটা, টান টান উত্তেজনা ময়দানে

জি বাংলার ধারাবাহিক উমা  ঘিরে এখন নয়া ঝড়, মাঠে নামার আগেই অসুস্থ বোধ করে উমা। আর সেই সুযোগেই হারিয়ে দেয় আলিয়া। 

খেলার আগেই অসুস্থ উমা (Zee Bangla Serial) , সেই সুযোগ নিয়েই এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়তে চলেছে সে। জি বাংলার ধারাবাহিক উমা (Bangla Serial Uma) ঘিরে এখন নয়া ঝড়, মাঠে নামার আগেই অসুস্থ বোধ করে উমা। এরপর নানান জটিলতা পেরিয়ে খেলতে নামে উমা। কিন্তু আলিয়ার বলেই সে আউট। বাড়ির সকলে চমকে ওঠে, অন্যদিকে উমার মাথায় তখন চিন্তার ভাঁজ। খেলার আগেই তার হাতে বেশ কিছু টাকা গুঁজে দিতে চায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। টাকা নেওয়ার আগে বারে বারে উমা ফোন করতে বলে অভিমূন্যকে। তবে একটা কথাতেই সে গলে যায়, গরীব ছেলে, তার চাকরিটাই না উমার জন্য চলে যায়। ফলে এই ফাঁদে পা দিয়ে কি আবারও বিতর্কে জড়িয়ে পড়বে উমা! 

অন্যদিকে পরিবারে এখন ভিন্ন ছবি। দিন দিন অভিকে নিয়ে চিন্তা বাড়ছে উমার। মাঝে মধ্যেই অভির কাণ্ড কারখানা উমাকে চমকে দেয়। রাত পর্যন্ত বাড়ি ফেরে না অভি, চিন্তায় ভেঙে পড়ে উমা, পাশে এসে দাঁড়ায় অভির মা। জি বাংলার (Zee bangla Serial) ধারাবাহিক উমাতে কঠিন লড়াইয়ের ঝড়। জীবনে একের পর এক ধাক্কা সামনে বর্তমানে উমা চায় তার পরিবার তার পাশে থাকুক। খাবার ছেড়ে উঠে যেতে চাইলে উমার মুখে উঠে আসে তার বাবার কথা, চোখের জলে সে অভির বাবাকে আটকানোর চেষ্টা করে, চেষ্টা করে সবটা বুঝিয়ে বলার। কিন্তু সেই আবেগ অনুভূতি অভিমন্যুর বাবার কাছে কবলই নাটক হয়ে দাঁড়ায়। 

Latest Videos

মাঠে গিয়ে প্রত্যহ খেলা প্র্যাক্টিস করতে হবে, আর তার জন্য উমার চাই একজনেরই অনুমতী। আর তিনি হলেন মামনি। জি বাংলার ধারাবাহিক উমাতে (Zee Bangla Serial Uma) এখন একের পর এক নতুন চমক। কখনও সামনে আসছে উমার পরিবারের সঙ্গে লড়াই, কখনও আবার সামনে আসছে উমার মাঠে ময়দানে লড়াই। আর এই দুই সে সমান তালে সামলিয়ে সকলকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। উমার এই চেষ্টাই এক কথায় সকলের নজর কাড়ে। তবে মামনিকে সে কিছু বলেই ডাকতে পারে না। নেই তেমন কোনও অনুমতী। তাই মুখ ফোসকে এবার সে বলে বসল রাগি দিদিমণি। এরপর কি প্রতিক্রিয়া হয় শুকতারার। 

আরও পড়ুন- লাভ রঞ্জনের ফ্রেমে ডুবে শ্রদ্ধা-রণবীর, আগামী ছবির সেটে ফিরে বেজায় খুশি সেলেব জুটি

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু কেরিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় ধারাবাহিক উমাতে (bangla Serial Uma) এখন টানটান উত্তেজনা, কীভাবে প্রতিটা পদে পদে উমা সকলকে টেক্কা (Uma Stuggle) দিয়ে সততার সঙ্গে নিজের লক্ষ্যে পা বাড়িয়েছে, তাই এখন নজর কাড়ছে দর্শকমহলের (Uma Audience)। 

 

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী