শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার, উদ্বেগে টলিপাড়া

  • প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে টলিউড অভিনেতা
  • মাধবী মুখোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ
  • তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল নির্মল কুমারকে
  • বর্তমানে অবস্থা স্থিতিশীল

Jayita Chandra | Published : Apr 19, 2020 3:58 AM IST / Updated: Apr 20 2020, 07:05 PM IST

গোটা বিশ্বে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউনে আটকে গোটা দেশ। এমনই পরিস্থিতিতে বেজায় সংকটে পড়তে হচ্ছে সকলকেই। করোনার উপসর্গ দেখা মাত্রই নিতে হবে ডাক্তারের পরামর্শ। এমনই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ মাধবী মুখোপাধ্যায়ের কপালে। তাঁর স্বামী অভিনেতা নির্মল কুমারের শুক্রবার হঠৎই শুরু হয় শ্বাসকষ্ট। 

আরও পড়ুনঃঅঙ্কুশ-ঐন্দ্রিলার হাড্ডাহাড্ডি লুডোর লড়াই, কে জিতলেন শেষে

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় অভিনেতাকে ভর্তি করা হয় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে করোনার উপসর্গ নয়, হৃদরোগের জন্য এমন সমস্যার সন্মুখীন হতে হয় তাঁকে। পরিবার সূত্রে খবর, নির্মল কুমারের হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। সেখান থেকেই সমস্যার সূত্রপাৎ। এখন তা পাল্টে নতুন পেসমেকার বসানো হবে।

আরও পড়ুনঃ"আমার যে সব দিতে হবে", গৃহকর্তৃদের নিবেদনে জ্যাসমিনের এই বিশেষ ভিডিও

বেশ কয়েকদিন ধরেই স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না নির্মল কুমারের। অনেকদিন ধরেই তিনি হৃদরোগে ভুগচ্ছিলেন। এরপরই বসানো হয়েছল পেসমেকার। তবে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের সমস্যাও এখন অনেকটা কাবু। ডাক্তারের নজরদারিতেই রয়েছেন এখন তিনি। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!