সংক্ষিপ্ত
- গৃহকর্তৃদের জন্য এক অসামান্য উপহার নিয়ে এলেন অভিনেত্রী জ্যাসমিন রায়।
- একটি বিশেষ ভিডিও প্রত্যেক গৃহকর্তৃদের নিবেদন করে পোস্ট করলেন তিনি।
- সাহায্য করেছেন তাঁর প্রেমিক গৌরবও।
এই লকডাউনে গরীবদের জন্য বিভিন্ন সংস্থার চাল-ডাল দান করা, রাস্তার জীবজন্তুর জন্য বাড়ির বাইরে খাবার রেখে দেওয়া, বারেবারে সকলকে সতর্ক করা লকডাউন এবং করোনাভাইরাসের বিষয়, সবই হচ্ছে, কিন্তু কোথায় এর মধ্যেও অসামান্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন অভিনেত্রী জ্যাসমিন রায় এবং অভিনেতা গৌরব। টেলিদুনিয়ার এই সেলেব জুটি সম্প্রতি গৃহকর্তৃদের নিবেদন পোস্ট করলেন বিশেষ ভিডিও। যার সম্পাদনা, চিত্রগ্রহণ এবং কন্ঠ দিয়েছেন গৌরব নিজেই। অভিনয় করেছেন জ্যাসমিন।
আরও পড়ুনঃঅর্চনার বাড়ির ছাদেই হঠাৎ করে পরমীতের বিয়ের প্রপোজাল, কী বলেছিলেন অভিনেত্রী
তাঁদের এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। এমন উদ্যোগের কথা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু তাঁরা করে দেখিয়েছেন। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও।
আরও পড়ুনঃঅঙ্কুশ-ঐন্দ্রিলার হাড্ডাহাড্ডি লুডোর লড়াই, কে জিতলেন শেষে
তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চোদ্দো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন।
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস