মায়ের কোলে 'Cutie Pie' কবীর, হলুদ পাঞ্জাবিতে নজর কাড়লেন কোয়েলের 'সানসাইন '

Published : Nov 19, 2020, 03:01 PM ISTUpdated : Nov 19, 2020, 09:32 PM IST
মায়ের কোলে 'Cutie Pie' কবীর, হলুদ পাঞ্জাবিতে নজর কাড়লেন কোয়েলের  'সানসাইন '

সংক্ষিপ্ত

কবীরকে কোলে নিয়ে নয়া ছবি পোস্ট করেছেন টলি কুইন কোয়েল মাম্মা কোয়েলের এই আদুরে ছবি মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের মা-ছেলের ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি কোয়েল-কবীরের ছবি প্রকাশ্যে আসা মাত্রই  টলি তারকারা ভালবাসা উজাড় করে দিয়েছেন

সদ্য কয়েকমাস আগেই মা হয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক। করোনামুক্ত হয়ে পুরোনো রুটিনে ফিরেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই পোস্ট করছেন কোয়েল মল্লিক। তবে ব্যক্তিগত জীবনটা একটু আড়ালে রাখতেই বেশি পছন্দ অভিনেত্রীর। আর সে করাণেই ছেলের জন্মের ৫ মাস পরে দ্বিতীয় ছবি ও নাম ভক্তদের শেয়ার করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি ছেলে কবীরকে কোলে নিয়ে নয়া ছবি পোস্ট করেছেন টলি কুইন কোয়েল।

আরও পড়ুন-করোনার থাবা এবার সলমনের বাড়িতে, হোম আইসোলেশনে ভাইজানের গোটা পরিবার...

রানে পুত্র কবীরকে কোলে নিয়ে মাম্মা কোয়েলের এই আদুরে ছবি মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে লিখেছেন 'সানসাইন'। হালকা হলুদ পাঞ্জাবিতে মায়ের কোলে দেখা গেছে কবীরকে। কোয়েলকে কাথা স্ট্রিচ শাড়িতে পুরো ঘরোয়া বাঙালি লুকে দেখা গেছে। মা-ছেলের ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

 

আরও পড়ুন-ফ্ল্যাট অ্যাবসেই চুঁইয়ে পড়ছে উষ্ণতা, 'Sexy' পোজে হট ভাইরাল ঋতাভরী...

কোয়েল এবং কবীরের ছবি প্রকাশ্যে আসা মাত্রই  টলি তারকারা ভালবাসা উজাড় করে দিয়েছেন। টলিউডের সেক্সি মাম্মা শুভশ্রী কিউটি পাই বলে কমেন্টে ভালবাসা জানিয়েছেন। এছাড়াও অগুনতি ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যেই পুরোনো রোজনামচায় ফিরে জোরকদমে জুম্বার ট্রেনিং নিচ্ছেন অভিনেত্রী। এতে শরীর ও মন দুই ভাল থাকবে। কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে জুম্বা ডান্সের ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার