'বম্বশেল' মধুমিতার মুকুটে নয়া পালক, বাংলা ছেড়ে কি দক্ষিণে পাড়ি দিচ্ছেন টলিপাড়ার পাখি?


টলি অভিনেত্রী মধুমিতা সরকার এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দক্ষিণী ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। ছবিতে দক্ষিণের জনপ্রিয় নায়কের বিপরীতেই তাকে দেখা যাবে। বর্তমানে একগুচ্ছ গুরু দায়িত্বও রয়েছে তার কাধে। যেমন নতুন ভাষার সঙ্গে পরিচয় করতে হচ্ছে তেমনই শুটিংয়ের ফাঁকে নয়া ভাষা রপ্ত করতে হচ্ছে নায়িকাকে।  ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন। যদি নতুন ছবি নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।
 

গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজেকে গড়েপিঠে নিয়েছেন মধুমিতা সরকার। এই কয়েক বছরেই নিজের একটি  আলাদা ফ্যানবেসও তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা।  শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিচ্ছেন মধুমিতা সরকার। তবে শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। এবার টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলা ছেড়ে দক্ষিণের ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। টলিপাড়ার মিষ্টি মেয়ে পাখি এবার উড়ে যাবেন দক্ষিণে। এই মুহূর্তে দম ফেলার মোটেই সময় নেই মধুমিতার। হাতে একগুচ্ছ কাজ রয়েছে। সেই সঙ্গে বড়পর্দায় রয়েছে একাধিক কাজ। 

টলি অভিনেত্রী মধুমিতা সরকার এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দক্ষিণী ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। ছবিতে দক্ষিণের জনপ্রিয় নায়কের বিপরীতেই তাকে দেখা যাবে। বর্তমানে একগুচ্ছ গুরু দায়িত্বও রয়েছে তার কাধে। যেমন নতুন ভাষার সঙ্গে পরিচয় করতে হচ্ছে তেমনই শুটিংয়ের ফাঁকে নয়া ভাষা রপ্ত করতে হচ্ছে নায়িকাকে।  ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন। যদি নতুন ছবি নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Latest Videos

আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের

আরও পড়ুন-নীল ছবির অফার পাওয়া 'সেক্সবম্ব' উরফি কত কোটি টাকার মালিক জানেন? রইল ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস

আরও পড়ুন-প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা সরকার।বেশ  কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের।  উল্লেখ্য, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথমবার  হইচই প্ল্যাটফর্মে দেখা গেছে মধুমিতাকে। একটা এমএমএস কীভাবে একজন মেয়ের জীবন নষ্ট করে দেয়, তারই গল্প বলেছে 'উত্তরণ'। সদ্য বিবাহিত পর্ণা একটি এমএমএস -কান্ডে ফেঁসে যায়। এরপর পর্ণার জীবন কোন দিকে মোড় নেয়, তারই গল্প বলেছে এই ওয়েব সিরিজ। স্ক্রাইম ফিকশনে একদম অন্য এক চরিত্রে দেখা গেছে মঝুমিতাকে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা  'বটতলা' অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। হইচই-এর ৪ নম্বর সিজনের অন্যতম চমক অভিনেত্রী। নয়া লুকে সকলকে চমকে দিয়েছেন মধুমিতা সরকার । খুব শীঘ্রই পরিচালক সুদীপ দাসের কুলের আচার ছবিতে দেখা যাবে মধুমিতা সরকারকে। টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাধতে চলেছেন মধুমিতা সরকার। এই প্রথমবার বিক্রমের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন মধুমিতা। পরিচালক সুদীপ দাসের 'কুলের আচার' ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে বিক্রম ও মধুমিতাকে। বিয়ের পর নিজের পদবি বদলাতে চায় না মিঠি ওরফে মধুমিতা। ২০২১-এ দাঁড়িয়ে ভারতীয় সমাজব্যবস্থায় এই ছোট্ট বিষয়টা কতটা জটিল হতে পারে তা উঠে আসেবে সুদীপ দাসের 'কুলের আচার' ছবিতে। আসলে কমেডির মোড়কে সমাজের আসল সত্যিটাকে তুলে ধরা হবে। মিসেস  সেন নাকি মিসেস রায় কোনটা মিঠির পরিচয়  এই নিয়েই সমস্যার শুরু। পদবির গন্ডগোলের জেরে হানিমুনে গিয়ে সমস্যায় পড়ে মিঠি আর প্রীতম। কারণ স্বামী এবং স্ত্রীর পদবি আলাদা নিয়ে গন্ডগোলের শুরু। তারপর পরিস্থিতি এতটাই জটিল হয় যে হানিমুন থেকে মাঝপথেই বাড়ি ফিরে আসে মিঠি ও প্রীতম। পরবর্তীকালে মিঠি ও প্রীতমের দাম্পত্য জীবনের জার্নিই ফুটে উঠবে গোটা ছবিতে।


 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today