প্যান্ট ছাড়াই খালি সোয়েটারে পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়লেন মনামী, চাবুক ফিগারে ঘায়েল ভক্তরা

  • প্যান্ট ছাড়াই সোয়েটার পরে রাস্তায় হাঁটছেন মনামী
  • কালো সোয়েটার, হাতে নীল গ্লাভস, খোলা চুলে লাস্যময়ী মনামী
  • কনকনে ঠান্ডার মধ্যে প্যান্ট ছাড়া কীভাবে বেরোলেন অভিনেত্রী
  • ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও

টলি অভিনেত্রী মনামী ঘোষের ইনস্টাগ্রামে ঢুকলেই কখনও আপনি কাশ্মীর কিংবা কখনও দার্জিলিং,কখনও আবার ভূটান, অনায়াসেই ঘুরে নিতে পারবেন। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। সময় পেলেই টুক করে ঢু মেরে আসেন আনাচে-কানাচে।  কিছুদিন আগেই নিউ নর্মালে হতেই ফ্রেশ অক্সিজেন নিতে দার্জিলিংয়ের কোলে পাড়ি দিয়েছিলেন মনামী ঘোষ। এবারের ডেস্টিনেশন কাশ্মীর। এয়ারপোর্ট থেকেই ট্রিপের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

 

Latest Videos

 

ঠিক যেন কাশ্মীর রি কলি। পাহাড়ের কোলে সাদা বরফের মধ্যে শুয়ে  চুটিয়ে ছুটি কাটাচ্ছেন টলিপাড়ার বার্বি গার্ল। সেক্সি টোনড ফিগারে অভিনেত্রীকে দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের। ভূস্বর্গ কাশ্মীরের প্রতিটি কোণা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মনামী। তার সঙ্গে একের পর এক ফ্যাশনেবল শীতপোশাকে নয়া ট্রেন্ড গড়ছেন ফ্যাশনিস্তা। এতক্ষণ সব ঠিক থাকলেও এটা কী করলেন অভিনেত্রী। প্যান্ট ছাড়াই সোয়েটার পরে রাস্তায় হাঁটছেন মনামী। ভিডিওতে পাগল করলেন ভক্তদের।

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাতের ঘুম কেড়েছেন বঙ্গতনয়া। কালো সোয়েটার, হাতে নীল গ্লাভস, খোলা চুলে লাস্যময়ী মনামী। কিন্তু  কনকনে ঠান্ডার মধ্যে প্যান্ট ছাড়া কীভাবে বেরোলেন অভিনেত্রী, তা দেখেই চমকে গেছেন নেটিজেনরা। ঠান্ডায় যবুথবু হলে ফ্যাশন স্টেটমেন্টে নো কম্প্রোমাইজ নায়িকার।একের পর এক ছবি-ভিডিও পোস্ট করেই  মনোরম দৃশ্য ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। কাশ্মীরের প্রতিটা ফ্লেবার যেন তার হাতের মুঠোয় । 

 

 

 

ভূস্বর্গের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেকে উজার করে দিয়েছেন মনামী।  এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকে 'উরে যব যব জুলফে তেরি ' গানে তার বাহারি খোলা চুলের ফ্যাশনে নজর কেড়েছেন মনামী। চারিদিকে সবুজের মধ্যে ছুটে বেরাচ্ছে অভিনেত্রী। যেন দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তিকে প্রকৃতির কাছে উজার করে দিচ্ছেন মনামী। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও।

 

 

সাবেকি হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপারহট। সম্প্রতি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক আসনে রয়েছেন মনামী। সেখানেই একের পর এক ফ্যাশনেবল লুকে ঘায়েল করছেন ভক্তদের। বর্তমানে ভোটপ্রচার নিয়ে ব্যস্ত শো-এর অন্য দুই বিচারক দেব ও মিঠুন চক্রবর্তী। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়েই প্রকৃতির কোলে নিভৃতে সময় কাটাচ্ছেন টলিপাড়ার বার্বিগার্ল।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari