বিকিনি থেকে ব্রালেট, থলথলে চর্বি নিয়ে জলে ডুব শুভশ্রীর, বডি শেমিংকে বুড়ো আঙুল রাজ ঘরনির

মলদ্বীপে গিয়েই  ভেজা শরীরে উত্তাপ বাড়াচ্ছেন রাজশ্রী জুটি। শুভশ্রী ছবি পোস্ট করতেই যেমন লাইক-কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া হয়ে যাচ্ছিল তেমনই একের পর এক কদর্য মন্তব্যও উড়ে আসছিল। ব্রালেট কিংবা বিকিনির সাহসী অবতারে অভিনেত্রীকে দেখে লাগাতার চলছিল বডি শেমিং। যদিও তাতে একটুও পাত্তা দেয়নি শুভশ্রী। বরং তারপর থেকে একের পর এক ছবি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো আগুন জ্বালালেন রাজ ঘরনি।

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে নিভৃতে সময় কাটাচ্ছেন  (Raj Chakraborty) রাজ-শুভশ্রী (Subhashree Ganguly) । খোলা আকাশ আর নির্জনতাই তাদের সঙ্গী। মলদ্বীপে পুরোপুরি ছুটি চুটিয়ে উপভোগ করছেন রাজ ঘরনি তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট।  মলদ্বীপে গিয়েই  ভেজা শরীরে উত্তাপ বাড়াচ্ছেন রাজশ্রী জুটি। মলদ্বীপের (Maldives) নীল জলে ভিজে একে অপরের কাছাকাছি চলে এসেছেন রাজ-শুভশ্রী। সম্প্রতি শুভশ্রীর ইনস্টা স্টোরিতেই তারকা দম্পত্তির অন্তরঙ্গ মুহূর্তের ঝলক একের পর এক ফুটে উঠছে।

 

Latest Videos

 

আরও পড়ুন-খোলা পিঠ, সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকলেন রণজয়, সোহিনীর প্রতি ভালবাসা দেখে হতবাক নেটিজেনরা

আরও পড়ুন-আরিয়ানকে কি গাঁজার ব্যবস্থা করে দিতেন অনন্যা, মজা বলে দাবি নায়িকার, NCB-জেরায় ফাঁস হল গোপন তথ্য

আরও পড়ুন-হাই থাই স্লিটে ঝরছে আগুন, 'গার্লস ওয়ান্ট গার্লস', সারার সঙ্গে ছবি পোস্টে ঝড় তুললেন জাহ্নবী

 

শুভশ্রী ছবি পোস্ট করতেই যেমন লাইক-কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া হয়ে যাচ্ছিল তেমনই একের পর এক কদর্য মন্তব্যও উড়ে আসছিল। ব্রালেট কিংবা বিকিনির সাহসী অবতারে অভিনেত্রীকে দেখে লাগাতার চলছিল বডি শেমিং। যদিও তাতে একটুও পাত্তা দেয়নি শুভশ্রী। বরং তারপর থেকে একের পর এক ছবি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো আগুন জ্বালালেন রাজ ঘরনি। তবে এবার ছবিই শুধু নয়, ভিডিও পোস্টেও সকলকে চমকে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

 

 

ভিডিওতে দেখা যাচ্ছে কখনও ব্রালেটে আবার কখনও জলের তলায় বিকিনিতে নজর কেড়েছেন শুভশ্রী। প্রতিটি ছবিতেই স্পষ্ট শরীরী ভাঁজ। মলদ্বীপে গিয়ে পুরোপুরি বিচ কন্যা হয়ে উঠেছেন ইউভানের মাম্মা। ব্রালেটে বেরিয়ে রয়েছে বক্ষ- বিভাজিকা। হাই থাই স্লিটে বেরিয়ে রয়েছে উন্মুক্ত উরু। রাজ ঘরনির সেক্সি অবতার দেখেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। মা হওয়ার পর শরীরে জমেছিল বেবি ফ্যাট। যদিও তাতে কোনও সমস্যা ছিল না শুভশ্রীর। বাড়তি মেদ নিয়েই একের পর এক ছবিতে নিজেকে মেলে ধরছিলেন শুভশ্রী। এবার যেন  বেশ খানিকটা ওজন ঝরিয়েছেন নায়িকা, ছবিতেই যার  প্রমাণ মিলেছে। তবু বডি শেমিং তার পিছু ছাড়ছে না। কিন্তু নিজের শরীরকে ভালবেসে একের পর এক বড় পদক্ষেপ নিয়েই চলেছেন শুভশ্রী।

 

 

মলদ্বীপে পুরোপুরি ছুটি চুটিয়ে উপভোগ করছেন রাজ ঘরনি তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট।  মলদ্বীপে গিয়ে কখনও স্নান পোশাকে ছবি পোস্ট তো কখনও আবার স্বামী র রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন আবার কখনও ছেলেকে নিয়ে হাঁটছেন, প্রতিটি ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। খোলা আকাশ আর নির্জনতাই তাদের সঙ্গী। মলদ্বীপে পুরোপুরি ছুটি চুটিয়ে উপভোগ করছেন রাজ ঘরনি তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। ব্যস্ত একঘেয়েমি রুটিন ছেড়ে কয়েকদিনের এই বিরতি একেবারে চেটেপুটে উপভোগ করছেন শুভশ্রী। বর্তমানে জলের মধ্যে বিলাসবহুল রিসর্টই তাদের ঠিকানা।
 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral