ফের নক্ষত্র পতন, প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী জগন্নাথ গুহ, শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে

  • ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে
  • চলে গেলেন প্রখ্যাত বাচিক শিল্পী জগন্নাথ গুহ
  • আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয় এই খবর
  • পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ শহরবাসীর

Asianet News Bangla | Published : Dec 22, 2020 3:41 PM IST

২০২০ যেন গ্রাস করেই চলেছে একে একে সকলকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়কে হারানোর শোক কাটতে না কাটতেই ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াচ প্রখ্যাত বাচিক শিল্পী, পরিচালক তথা অভিনেতা জগন্নাথ গুহ। জানা যাচ্ছে,  দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সেই চিকিৎসা চলাকালীনই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। 

যদিও কোভিডকে হার মানিয়েছিলেন তিনি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর শরীরে যে ধরণের সমস্যাগুলি দেখা দেয় তাই দেখা দিয়েছিল পরিচালকের শরীরে। যার জেরে তাঁকে দক্ষইণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ গুহ। আর্টিস্ট ফোরাম তাদের ফেসবুক পেজের মাধ্যমে পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছে। 

আরও পড়ুনঃকোভিডমুক্ত হয়েই ছেলে 'গোপাল'কে রেঁধে খাওয়ালেন অপরাজিতা, রইল বিশেষ উপলক্ষ

Chole gelen serial a amar protham Director Jagannath Guha shantite theko jogada......

Posted by Shankar Chakraborty on Monday, December 21, 2020

 

দ্য নেমসেক ছবিতে 'ঘোষ'র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পাশাপাশি তাঁর অভিনয়ের দাপট রয়েছে 'সিটি অফ জয়', 'ঘরে বাইরে আজ' সহ বেশ কিছু ছবিতে। 'আবার যখের ধন', 'বর বউ খেলা', 'সলিউশন এক্স' তাঁর স্মরণীয় কাজের মধ্যে অন্যতম। একশোরও বেশি ছবিতে কন্ঠশিল্পীর কাজ করেছেন তিনি। পরিচালক গৌতম ঘোষের সঙ্গে বহুদিন সহকারী হিসেবে কাজ করেছিলেব। অভিনেতা শঙ্কর চক্রবর্তী জগন্নাথ বসুর সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। লিখেছেন, "চলে গেলেন সিরিয়ালের জগতে আমার প্রথম পরিচালক জগন্নাথ গুহ। শান্তিতে থেকো জগা দা।"

 

Chole gelen serial a amar protham Director Jagannath Guha shantite theko jogada......

Posted by Shankar Chakraborty on Monday, December 21, 2020

 

Share this article
click me!