গোপনে কি প্রেম করছেন মিমি, কেমন পুরুষ পছন্দ সটান জানিয়ে দিলেন সাংসদ অভিনেত্রী

 নিজের লাভ লাইভ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন মিমি, এবারও অনুরাগীদের জন্য সিক্রেট শেয়ার করলেন মিমি চক্রবর্তী, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি  প্রথমসারির সংবাদমাধ্যমে এসে ফের লাভ লাইভ নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাংসদ অভিনেত্রী  (Mimi Chakraborty) । তবে এর উত্তর দিতেও বেশি সময় নেননি তিনি। হাসি মুখেই একটা উত্তরেই বলেছেন 'নো কমেন্টস'।

টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  । একদিকে যাদবপুরের সাংসদ অন্যদিকে টলি অভিনেত্রী। সাফল্য যেমন আছে তেমনই রয়েছে দায়িত্ব। রাজনীতির বাইরে কেমন জীবনযাপন করেন মিমি, গোপনে কি প্রেম করছেন সাংসদ অভিনেত্রী তা জানতেই মুখিয়ে ভক্তরা। নিজের ইনস্টা-তেই সর্বদা অনুরাগীদের জন্য কিছু না কিছু হটকে করে থাকেন মিমি (Mimi Chakraborty)। মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের । কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন আজও সকলের মুখে মুখে। কিছুদিন আগেই ভক্তদের  নিজের বিয়ে নিয়ে বড় খবর জানিয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 

তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। তাদের পছন্দ-অপছন্দ সবকিছু জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। টলিপাড়া সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভক্তদের কখনও নিরাশ করেন না। মাঝেমধ্যেই নিজের সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন টলিপাড়ার নায়িকা। তা নিয়ে ফ্যানেদের মাধে চর্চাও কম হয়না। তবে নিজের লাভ লাইভ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন মিমি, এবারও অনুরাগীদের জন্য সিক্রেট শেয়ার করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  , যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি  প্রথমসারির সংবাদমাধ্যমে এসে ফের লাভ লাইভ (love Affair) নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাংসদ অভিনেত্রী। তবে এর উত্তর দিতেও বেশি সময় নেননি তিনি। হাসি মুখেই একটা উত্তরেই বলেছেন 'নো কমেন্টস'।

Latest Videos

 

আরও পড়ুন-বৃষ্টিভেজা চুমুর দৃশ্যে যৌন শিহরণ, 'কিস ডে'-তে চিনে নিন বলিউডের 'সিরিয়াল কিসার'-কে

আরও পড়ুন-ঠোঁটে ঠোঁট লাগিয়ে খুল্লামখুল্লা চুম্বন, প্রকাশ্যে চুমু খেতে গিয়েই হাতেনাতে ধরা পড়েছিলেন এই তারকারা

আরও পড়ুন-ঠোঁটঠাসা গাঢ় চুম্বন, 'কিস ডে'-তে রইল বলিউডের সাড়া জাগানো আইকনিক চুম্বন দৃশ্য

 

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের । কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। প্রেম-পরিণয়ের বিষয়ে কোনও মন্তব্যই করতে চান না মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে দূরে রাখতে পছন্দ করেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। প্রেম তো দূর জীবনে বসন্ত এসেছে কি না তা নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ নায়িকা। কিন্তু প্রেম নিয়ে মুখে কুলুপ আঁটলেও প্রশ্নের উত্তরে না বলেও সম্ভাবনা নাকচ করে দেননি মিমি। তবে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই তিনি নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানান,  আমি সিঙ্গল, আমি খুবই খুশি। কিন্তু আমি যদি বলি সিঙ্গল, তাহলেই মানুষ প্রশ্ন করেন আমি কেন একা আছি, কেন এখনও বিয়ে করছি না। তাই এত প্রশ্নের একটাই উত্তর নো কমেন্টস। তাহলে সবাই চুপ করে যাবে বলে জানিয়েছেন মিমি। তিনি আরও বলেন, একা থাকতেই বেশি ভাললাগে। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান মিমি চক্রবর্তী । এবং ঘুরতে যাওয়ার প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ।  কেমন করে ছুটি কাটান, কোথায় কোথায় বেড়াতে যান, বেড়াতে গিয়ে কী কী খাবার খান, কেমন পোশাক পরেন, এসব কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী। ছুটির মেজাজে রয়েছেন মিমি চক্রবর্তী।  কিছুদিন আগেই হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বেড়াতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  ।শেষবারের মতো জিতের বিপরীতে 'বাজি' ছবিতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে ।  এছাড়াও বেশ কিছু ছবি রয়েছে মিমির হাতে। অরিন্দম শীলের 'খেলা যখন' এবং মৈনাক ভৌমিকের 'মিমি' ছবিতে দেখা যাবে। তবে 'মিমি'-র কাজ শেষ হয়ে গেলেও 'খেলা যখন' সিনেমার শ্যুট এখনও বাকি।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury