Mithai Coming Episode: মিঠাইয়ের মায়ের ছবি খুঁজতে গিয়ে হাতে এ কি পেল সিড, নতুন চমক ধারাবাহিকে

মাকে হারিয়ে ভেঙে পড়েছে মিঠাই, পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পরিবার, এমন সময় সিডের হাতে আসে নয়া তথ্য। 

মাকে হারিয়ে পরিস্থিতি সামলে উঠতে যে ঠিক কতটা সময় লাগে, তা জানে সিড, পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে কীভাবে দিনের পর দিন সে একা লড়াই করে চলেছে, তার সাক্ষী মনোহরা। কিন্তু সেই একই রাস্তায় মিঠাইকে যেতে দিতে নারাজ সিড। তাই সব ছেড়ে বর্তমানে সে মিঠাইয়ের পাশে। জনাইতে সকলের সঙ্গে দেখা করতে এসে মিষ্টি ও ফল নিয়ে আসে সিড ও বাড়ির বড় জামাই। আর তখনই ঠিক করে একটা ছবি যদি মিঠাইয়ের জন্য নিয়ে যাওয়া যেত, এমন অবস্থায় মিঠাইয়ের মায়ের ব্যাগ খুলতেই সিডের হাতে এলো তাঁর মায়ের ছবি, মুহূর্তে চমকে ওঠে সে, কোন পথে এগোবে এবার গল্প!

মিঠাইয়ের (Mithai) মা নেই, খবর শোনা মাত্রই ঝড়ের বেগে ছুঁটে মিঠাইয়ের কাছে ফেরে সিদ্ধার্থ, গুলতির মুখে সবটা শোনে সে। জি বাংলা ধারাবাহিক মিঠাইয়ের (Zee Bangla Serial Mithai) পরতে-পরতে এখন নতুন মোড়, সদ্য মাকে নিয়ে বেজায় আনন্দে মেতে ছিল মিঠাই ও সিড, কিন্তু হঠাৎই এই মৃত্যু সংবাদ ভেঙে টুকরো টুকরো করে দেয় মিঠাইকে, নিজের চোখের জল ধরে রাখতে পারে না সিদ্ধার্থ, মিঠাইকে আগলে রাখে সে। প্রতিশ্রুতি দেয়, কোনও দিন সে মিঠাইকে ছেড়ে যাবে না। এরপরই পাল্টাতে থাকে মিঠাই ও সিডের সমীকরণ। মিঠাই সিডকে ধরে কাঁন্নায় ভেঙে পড়েন। সেখান থেকেই শুরু হয় নতুন বিশ্বাস-ভরসা নিয়ে পথ চলা। 

Latest Videos

আরও পড়ুন- Uma Upcoming Episode: শুরু আগুন নিয়ে খেলা, আলিয়ার মুখোমুখি উমা

আরও পড়ুন- Trina-Neel : পার্পল বিকিনিতে ক্লিভেজের উঁকি, নীলের সঙ্গে জলকেলিতে মত্ত হয়ে আবেগে

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান টাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)। টিআরপি-লিস্টে সকলের শীর্ষে সর্বদাই বিরাজমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। আর এই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News