পায়ে কি দাদ হয়েছে, দেবলীনার ছবিতে কমেন্ট নেটাগরিকের, কড়া জবাব উত্তমকুমারের নাতবউয়ের

 খুব বেশি দিন হয়নি একসঙ্গে সংসার করছেন দেবলীনা এবং গৌরব। ইতিমধ্যেই তাঁদের জুটি নিয়ে টলিউডে বেশ চর্চা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দুজনেই খুবই অ্যাক্টিভ। 

বিতর্ক জেন কিছুতেই পিছু ছাড়ছে না দেবলীনার জীবন থেকে। একাধিকবার ছোট পোশাক পরে ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবে তাতে থেমে না থেকে ট্রোলারদের জবাব দিতে শরীরে পোশাকের পরিমাণ আরও কমছে। খুব বেশি দিন হয়নি একসঙ্গে সংসার করছেন দেবলীনা এবং গৌরব। ইতিমধ্যেই তাঁদের জুটি নিয়ে টলিউডে বেশ চর্চা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দুজনেই খুবই একটিভ। সম্প্রতি গোয়ায় তাঁদের হানিমুনের সবকটি ছবিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অন্যদিকে পোশাক পরা নিয়ে নীতিপুলিশদের কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। এবারে পায়ের সামান্য দাগ নিয়ে ট্রোলের শিকার হলেন উত্তমকুমারের নাত বউ। 

Latest Videos

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবলীনা একটি ছবি পোস্ট করেন। ছবিতে কালো অফ শোল্ডার টপ এবং সাদা হট প্যান্ট পরে পোজ দিয়েছেন তিনি। আর সেখানেই নজরে আসে তাঁর বা পায়ে একটা ব্যান্ডেজ লাগানো। অন্যদিকে ডান পায়ে একটি দাগ লক্ষ্য করা যায়। আর এই দাগ নিয়েই নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে দেবলীনার। তবে ট্রোলারদের কটাক্ষের জবাব দিতেও দেখা যায় তাঁকে। কড়া ভাষায় ট্রোলের যোগ্য জবাব দেন গৌরব পত্নী। দেবলীনার এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায়। এক নেটাগরিক কমেন্ট করেন, ‘পায়ে কি দাদ হয়েছে? এগুলো কিন্তু অবহেলা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করান, খুব বাজে জিনিস’। এহেন কমেন্টের উত্তর দিতে দেরি করেননি দেবলীনা।

 

 

প্রথমে ভালোভাবে সেই নেটিজেনকে তিনি জানান, অনেক বছর আগে বাজিতে পুড়ে গিয়েছিল। এরপরই কড়া ভাষায় দেবলীনা লেখেন ‘একটু শিক্ষিত মানুষ হওয়ার লক্ষণ দেখান, না হলে আপনার বউ রাগ করবে’। এর পাশাপাশি দেবলীনার এই ছবিতে একাধিক কমেন্ট লক্ষ্য কড়া যায়। যেখানে তাঁর হট লুক নিয়ে প্রশংসা করা হয়েছে। একাধিক হট কিংবা সেক্সি-র মতো কমেন্ট এসেছে দেবলীনার এই ছবিতে।

    

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ