'দিল্লি নয়, জ্বলছে মানবতা', উত্তাল রাজধানী নিয়ে সরব দেব

Published : Feb 27, 2020, 02:12 PM ISTUpdated : Feb 27, 2020, 02:13 PM IST
'দিল্লি নয়, জ্বলছে মানবতা', উত্তাল রাজধানী নিয়ে সরব দেব

সংক্ষিপ্ত

অগ্নিগর্ভ দিল্লিতে মৃত্যু মিছিল জ্বলছে মানবিকতা, টুইট দেবের শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন দেব   

সোমবার থেকেই উত্তাল দিল্লি। বিক্ষোভের জেরে হচ্ছে প্রাণহানি। কেটে গিয়েছে তিন দিন। এখনও মৃত্যু মিছিল অব্যহত। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৪ জন। বুধবার রাতে হিংসার বলি হয়েছেন এক ২৬ বছর বয়সের কেন্দ্রিয় গোয়েন্দা বিভাগের কর্মী। একে একে নিরবতা ভেঙে সাম্যের কথা বলছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় সরব সেলিব্রিটিরাও। 

আরও পড়ুন-বলি অভিনেত্রী সহ একাধিক নারীর সঙ্গে সহবাস, বিস্ফোরক অভিযোগ 'লগন' খ্যাত অভিনেতার বিরুদ্ধে

আরও পড়ুনঃ দিল্লির হিংসার পর একের পর এক বিতর্কিত মন্তব্য স্বরার, উঠল গ্রেফতারির দাবি

পরিস্থিতির দিকে কড়া নজর দিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা. সেই তালিকা থেকে বাদ পড়েনি টলিউডও। গত দুদিন ধরে একের পর এক বার্তায় সকলের উদ্দেশে শান্তি বজায় রাখার কথা বলে চলেছেন সকলেই। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখেরা মানবতা বজায় রাখার কথাই বলে চলেছেন। সাংসদ তথা অভিনেতা দেবও একই আর্জি রাখলেন বিক্ষোভকারীদের উদ্দেশে।

আরও পড়ুনঃ 'আমরা আর যাই হোক মানুষ আর নই', দিল্লির হিংসায় টুইট মিমির

 

বুধবার সোশ্যাল মিডিয়ার পাতায় দেব লেখেন- “আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্বলছে, বরং দেখতে পাচ্ছি জ্বলছে মানবতা। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল না, তাই শীঘ্রই এটা বন্ধ হওয়া প্রয়োজন। নয়তো দেশ হিসেবে আমরা ব্যর্থ হব।” ভারতের পতাকার ছবি দিয়ে নিজের সোশ্যাল পাতায় এমনই বার্তা দিলেন দেব। এখনও অগ্নিগর্ভ দিল্লি। পরিস্থিতি সামলাতে তৎপর প্রশাসন। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে