অভিনয় এখন ব্যাকসিটে, নতুন রূপে রাণী রাসমণির ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published : Mar 27, 2020, 04:47 PM ISTUpdated : Mar 27, 2020, 04:56 PM IST
অভিনয় এখন ব্যাকসিটে, নতুন রূপে রাণী রাসমণির ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

অভিনয় ছেড়ে নতুন কাজে মন দিলেন রাণী রাসমণি। ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও। ভক্তদের প্রশংসায় ভরল সোশ্যাল মিডিয়া।

হোম কোয়ারেন্টাইনে অতিষ্ট হয়ে উঠছেন অনেকেই। যদিও এরই মধ্যে অনেকেই এই  কোয়ারেন্টাইনকে বেছে নিয়েছেন মি টাইম হিসেবে। যেমন রাণী রাসমণির দিতিপ্রিয়া এই কোয়ারেন্টাইন সময়টি পরোপুরি দিয়ে দিয়েছেন নিজের ক্রিয়েটিভিটির দিকে। বাড়িতে বসে বসে সময় নষ্ট না করে, পেন্টিং শুরু করেছেন দিতিপ্রিয়া। 

আরও পড়ুনঃনিকের সঙ্গে লাইভের মাঝেই ঘনিষ্ঠ হয়ে উঠলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল

আরও পড়ুনঃরণবীরের প্রেমিকার তালিকায় নজর সিদ্ধার্থর, অন্তর্বাসে কে কত হট জানালেন অভিনেতা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ঘরের দেওয়ালে আঁকা ছবি পোস্ট করলেন। দিন চারেক ধরে দেওয়ালে এঁকেছেন নিজের পছন্দের কার্টুন চরিত্রগুলি। যার মধ্যে রয়েছে পুহ, মিকি মাউজ এবং ট্যুইটি। ট্যুইটি সম্ভবত দিতিপ্রিয়ার সবচেয়ে পছন্দের। প্রতিটি কার্টুন চরিত্রের বড়ো পেন্টিং করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃ'এই দুনিয়া থেকে ভাইরাসকে তুলে নাও', করোনা মোকাবিলায় নেটদুনিয়ায় ভাইরাল মিম

দিতিপ্রিয়ার মধ্যে যে এমন গুণও লুকিয়ে ছিল তা অধিকাংশ নেটিজেনেরই অজানা ছিল। ভালো অভিনয় ও নাচের পাশাপাশি তিনি যে একজন পেন্টার, তা বলার অপেক্ষা রাখে না। দিতিপ্রিয়ার এই নতুন হবি মনে ধরেছে তাঁর ভক্তদের। প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। দিতিপ্রিয়ার অসংখ্য ভক্তরা এবং ফ্যানপেজের তরফ থেকে রিপোস্টও হয়েছে তাঁর এই আঁকাগুলি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার