বিয়ের পিঁড়িতে একেবারেই বসতে নারাজ মিঠাই, ধোকা খেয়েই কি এই সিদ্ধান্ত ?

প্রেম থেকে বিয়ে, একাধিক ভুঁয়ো খবরে জেরবার মিঠাই রানি।  নিজেকে নিয়ে এত রকমের খবর শুনতে শুনতে প্রায় ক্লান্ত। দীর্ঘদিন ধরে চলা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের চরিত্রে নাকি অন্য কারোর করার কথা ছিল সেই সুযোগ নাকি পেয়েছেন মিঠাই রানি। কিছুদিন আগে শোনা গিয়েছিল পর্দার জামাইবাবু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিলেশনে রয়েছেন সৌমিতৃষা। তাকে নাকি বিয়েও করতে চলেছেন । এই খবর শুনে নিজেই মজা করে সৌরভকে বিয়ের কথা বলতেই চরম সমস্যায় পড়েছিলেন নায়িকা।  সেই খবরও ছড়িয়ে পড়েছিল। এমনকী আদৃতকে নিয়েও জল্পনা কম হয়নি। তবে একাধিক জল্পনার পর বিয়ে নিয়ে মুখ খুলেছেন সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করব না। কারণ হিসেবে বলেছেন, মনের মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তখন তিনি কী করবনে। তার থেকে পেশার সঙ্গে প্রেম করা বুদ্ধিমানের কাজ।

বাংলা টেলিভিশনের মিঠাই রানিকে নিয়ে উত্তেজনার পারদ সবর্দাই তুঙ্গে। সৌমিতৃষার লাভ লাইভ থেকে কেরিয়ার সবতেই কৌতুহল রয়েছে দর্শকদের মধ্যে। সত্যিই কি কোনও সম্পর্কে রয়েছেন সৌমিতৃষা?কবেই বা বসবেন বিয়ের পিঁড়িতে? সব কিছুর জানতেই যেন হা করে মুখিয়ে রয়েছেন ভক্তরা। যদি নিজের লাভ লাইফ নিয়ে মুখ খুলতে নারাজ সৌমিতৃষা কুন্ডু। অভিনয়ই তার ধ্যান-জ্ঞান। তবে বর্তমানে অভিনয়ের বাইরেও নতুন নতুন কাজ খুঁজে বেড়াচ্ছেন সৌমিতৃষা। সারাদিনের কাজ সেরে নাকি নিয়ম করে নিজের নাম খুঁজে বেড়াচ্ছেন সৌমিতৃষা । তাকে নিয়ে ঠিক কী জল্পনা চলছে, তা জানাটাই একপ্রকার নেশায় পরিণত হয়েছে সৌমিতৃষার। তবে এই অভ্যেস কবে থেকে হল মিঠাই রানির? সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যমকে মিঠাই বলেছেন, প্রতিদিন এমন সব নিত্য-নতুন খবর আমাকে নিয়ে বেরোয় যে আমি নিজে দেখেই চমকে যাই । এই সব দেখতে দেখতেই নিজেকে সার্চ করাটা অভ্যেসে পরিণত হয়েছে।

প্রেম থেকে বিয়ে, একাধিক ভুঁয়ো খবরে জেরবার মিঠাই রানি।  নিজেকে নিয়ে এত রকমের খবর শুনতে শুনতে প্রায় ক্লান্ত। দীর্ঘদিন ধরে চলা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের চরিত্রে নাকি অন্য কারোর করার কথা ছিল সেই সুযোগ নাকি পেয়েছেন মিঠাই রানি। কিছুদিন আগে শোনা গিয়েছিল পর্দার জামাইবাবু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিলেশনে রয়েছেন সৌমিতৃষা। তাকে নাকি বিয়েও করতে চলেছেন । এই খবর শুনে নিজেই মজা করে সৌরভকে বিয়ের কথা বলতেই চরম সমস্যায় পড়েছিলেন নায়িকা।  সেই খবরও ছড়িয়ে পড়েছিল। এমনকী আদৃতকে নিয়েও জল্পনা কম হয়নি। তবে একাধিক জল্পনার পর বিয়ে নিয়ে মুখ খুলেছেন সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করব না। কারণ হিসেবে বলেছেন, মনের মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তখন তিনি কী করবনে। তার থেকে পেশার সঙ্গে প্রেম করা বুদ্ধিমানের কাজ।

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। কীভাবে ফ্যানদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত সৌমিতৃষা কুন্ডু। এবার নায়িকার ভোলবদলে ঘুম উড়েছে ভক্তদের। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন সব পোশাকেই রাতের ঘুম কাড়তেই সিদ্ধহস্ত সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষার অভিনয়ের কথা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। মিঠাই এর মিষ্টি অভিনয় দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন দর্শকরা। 
 সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়ে জলঘোলা শুরু হয়েছে। অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন মিঠাই।  মিঠাই-এর ফ্যানপেজ থেকে একাধিক ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। প্রেমের  এই গুঞ্জনে রেগে আগুন হয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা। অভিনেত্রীর মতে, ছেলে বন্ধুর সাথে ছবি দেওয়া মানেই সে প্রেমিক হয়ে যায়। তাদের দুজনের ছবিতে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। নেটিজেনদের এই মন্তব্য দেখে রাগে ফুঁসছেন সৌমিতৃষা।  অভিনেত্রী সাফ জানিয়েছিলেন, প্রিয়ঙ্কা এভং শুভ্রজিৎ এই দুই সহ অভিনেতাই তার খুবই কাছের বন্ধু। ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি বন্ধু রয়েছে সৌমিতৃষার।  আর তাদের মধ্যে খুব কাছের প্রিয়ঙ্কা,শুভ্রজিৎ, সায়ক। তবে বন্ধুকে প্রেমিকের তকমা কেন দিচ্ছেন নেটিজেনরা তা নিয়েই মনখারাপ হয়েছিল নায়িকার। জোর গলায় মিঠাই আরও জানিয়েছেন, তিনি যখন প্রেম করবে তখন নাকি সকলেই জানতে পারবে। তবে এখনও তা জানা যায়নি। আর তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।
 

আরও পড়ুন-লিভ-ইনের রোম্যান্টিক সহবাসের পরেও কি ব্রেক আপ? কেন একা-অবিচ্ছন্ন রণজয়-সোহিনী

আরও পড়ুন-টুকরো কাপড়ে মোড়া শরীর, বেরিয়ে স্তনের একাংশ থেকে উরুর খাঁজ, হাই থাই স্লিটে চরম হট উরফি

আরও পড়ুন-খোলা পিঠে চুঁইয়ে পড়ছে যৌবন, সেক্সি টোনড উরু ফ্লন্টস করে হটনেসে ঝড় মালাইকার

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia