Puja Release- পুজোয় বক্সঅফিসে মুখোমুখি দেব-জিৎ, কড়া টক্করে সামিল চার ছবি

Published : Oct 05, 2021, 12:33 PM IST
Puja Release- পুজোয় বক্সঅফিসে মুখোমুখি দেব-জিৎ, কড়া টক্করে সামিল চার ছবি

সংক্ষিপ্ত

বেশ কিছুটা বিরতির পর ছন্দে ফিরছে সিনে জগত। এবার মুক্তির অপেক্ষায় চার। বাংলা ছবির বক্স অফিসে কড়া টক্কর, ১০ অক্টোবর মুক্তি কোন কোন ছবি!

বাংলা ছবির (Puja Release) বাজারে ঝড় তুলবে ১০ অক্টোবর, পুজোর বক্স অফিস কাঁপাতে এবার ব্যাক টু ব্যাক মুক্তি পেতে চলেছে চার সিনেমা (Bengali Film), কড়া টক্করে সামিল বাজি, গোলোন্দাজ, এফআইআর ও বনি। 

Movie- গোলোন্দাজ (Golondaaj) 

পরিচালক- ধ্রুব বন্দ্যোপাধ্যায়

অভিনেতা-অভিনেত্রী- দেব, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য

গল্প-  জনৈক্য ফুটবল খেলোওয়ার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী এবার বড় পর্দায় তুলে ধরবেন দেব। ভারতের বুকে ফুটবলের আমেজ প্রথম তিনিই নিয়ে এসেছিল। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি ফিকে হয়ে যাচ্ছে। এমনই সময় আবারও সেই কিংবদন্তির কথা মনে করিয়ে দেবেন দেব। 

Trailer-

Movie- F.I.R

পরিচালক- জয়দ্বীপ মুখোপাধ্যায়

অভিনেতা-অভিনেত্রী- অঙ্কুশ হাজরা, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত

গল্প- য়ানটান খুন ও তদন্তের গল্পে সাজানো এফআইআর। একটি থানায় এফআইআর হওয়ার পড়ই খুনের তদন্তে ঝাঁপিয়ে পড়েন অঙ্কুশ। সঙ্গে সামিল হন বনি ও ঋতাভরী। ছবির প্রযোজনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ক্রাইম থ্রিলারেই এবার মাতবে দর্শক পুজোয়। 

Trailer- 

আরও পড়ুন- পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি, পুজোর মুখে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা নুসরতের

আরও পড়ুন- খালি গায়ে শরীর মিলেমিশে একাকার, মলদ্বীপের সৈকতে আদরে মত্ত রাজ-শুভশ্রী, অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

আরও পড়ুন-- 'নির্লজ্জ, বেহায়া, উগ্র', কেন এই মন্তব্য শুনতে হল জেনেলিয়াকে, খোলসা করলেন আরবাজ

Movie- বনি (Boni)

পরিচালক- পরমব্রত চট্টোপাধ্যায়

অভিনেতা-অভিনেত্রী- কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক

গল্প-  সন্তান যখন স্বাভাবিক নয়, আর তাকে নিয়ে যখন সমাজে ওঠে অন্যঝড়, ঠিক কী প্রভাব পড়ে অভিভাবকদের মনে! যুদ্ধটা ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়ায়, মানব-অতিমানবের বিতর্কের ঝড়ে কোথাও গিয়ে যেন ক্লান্ত এক পরিবারের গল্প, যাঁরা প্রতি নিয়ত নিজের সন্তানকে আগলে চলেছে। 

Trailer- 

Movie- বাজি (Baazi)

পরিচালক- আয়ুষ্মান প্রত্যুষ

অভিনেতা-অভিনেত্রী- জিৎ, মিমি চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়

গল্প-  অ্যাকশন থেকে রোম্যান্স, গল্পে সবটাই রয়েছে ঠিক যতটা জিৎ ভক্তদের মুগ্ধ করতে প্রয়োজন। পাশাপাশি মিমির স্টানিং উপস্থাপনা, ইতিমধ্যেই কৌতুহল বাড়িয়েছে ভক্তমহলের। 

Trailer- 

    

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার