প্রতিবন্ধকতা ও প্রাণের ভয়কে উপেক্ষা করে মাস্ক বিক্রি অমল ভৌমিকের, বয়স্ক মানুষটির পাশে দাঁড়ালেন দেব

  • করোনা প্রকোপে নিজের প্রাণের চিন্তা না করেই রাস্তায় মাস্ক বিক্রি করছেন অমল ভৌমিক
  • প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই অভাবের টানে নেমে পড়তে হল রাস্তায়
  • ফেসবুকে তাঁর বিষয় একটি পোস্ট ভাইরাল হতেই না হতেই সাহায্যের হাত বাড়ালেন দেব
  • তাঁর প্রতিক্রিয়ায় প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা
     

বার্ধক্য, প্রতিবন্ধকতা, অভাব। এই তিনটি জিনিস গ্রাস করছিল বেলঘড়িয়ার অমল ভৌমিককে। অভাব যে মেটাইতেই হবে, নয়তো একবেলার খাবারও জুটবে না। তাতের প্রাণ যায় যাক। করোনার প্রকোপকে উপেক্ষা করেই বেরিয়ে পড়েছেন বয়স্ক মাস্ক বিক্রেতা। হাতে ক্রাচ নিয়ে তাতেই ঝুলিয়েছেন কয়েকটা মাস্ক। আর বেরিয়ে পড়েছে দুটো পয়সা রোজগারে। তাঁর সাহায্যে এগিয়ে এলেন দেব। হ্যাঁ সেই অভিনেতা দেব, যাঁর কথা বলা, অভিনয়, ছবি নিয়ে একের পর এক ট্রোলে ভরে যায় সোশ্যাল মিডিয়ায়। সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিন্দুমাত্র দেরি করলেন না তিনি। 

আরও পড়ুনঃগাড়িতে ধাক্কা মেরে চেপে দেওয়া থেকে অশালীন ছোঁয়া, ভক্তদের হাতে বলি-নায়িকাদের হেনস্তার ছবি ভাইরাল

Latest Videos

সোমনাথ সরকার নামক এক ব্যক্তি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর এই অবস্থা দেখে ছবি তুলে তাঁর ফোন নম্বর এবং পরিচয় সমেত ফেসবুকে সাহায্যের চাইতে পোস্ট করেন। পোস্টে লেখা, "ভদ্রলোকের নাম অমল ভৌমিক। বাড়ি বেলঘড়িয়ার প্রফুল্লনগর রিক্রিয়েশন ক্লাবের সামনে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই শারীরিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে উনি গোটা বেলঘড়িয়া জুড়ে হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করেন। নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সকাল বেলায় হঠাৎ করে ওনার সাথে রাস্তায় দেখা, সাধ্যমত চেষ্টা করলাম যেটুকু করা যায়। ওনার আক্ষেপ শাষক দলের অনেক নেতা, কাউন্সিলের কাছে ঘুড়েও ওনার সামান্য তম সুরাহাও কিছু হয়নি, ভদ্রলোক বার্ধক্যভাতাও পাননা,সবাই দেখছি দেখবো বলে এড়িয়ে যায়। ভদ্রলোকের স্ত্রীর নাম্বার ৮২৮২৮০৩৫৮১ যদি কিছু করা যায় ওনার জন্যে। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।" 

আরও পড়ুনঃ'প্রত্যেক পরিযায়ী শ্রমিককে বাড়ি না ফিরিয়ে আমি বসব না', সোনুর এই অভিজ্ঞতা আসছে বইয়ের রূপে

পোস্টটি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করলেন দেব। লিখলেন সাহায্য করতে ইচ্ছুক। সোমনাথকে ধন্যবাদও জানালেন। নেপাল থেকে প্রায় তিনশো জন পরিযায়ী শ্রমিক, রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়াকে ফেরানো সবই করেছেন নিজের প্রচেষ্টায়। অমল ভৌমিকের জন্যও এগিয়ে এলেন তিনি। তাঁকে নিয়ে ট্রোল করার আগে একটু ভাববেন আপনার পক্ষেও এভাবে সাহায্যের হাত বাড়ানো সম্ভব কিনা। যদিও ট্রোলিংয়ে কোনও অসুবিধা নেই অভিনেতার। বরং বেশ স্পোর্টিংলি নেন। সম্প্রতি নিজের কবিতা নিয়ে ট্রোলটিকে ভালভাবেই নিয়েছেন। নেগেটিভিটিকে পজিটিভিটি বানিয়ে দিতে বেশি সময় লাগে না দীপক অধিকারীর।

Share this article
click me!

Latest Videos

'ওই দুটো মশা-মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' | Suvendu Adhikari | Bangla News
'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari