শুভশ্রীর মা হওয়ার খবরে আনন্দিত গোটা টলিউড। একের পর এক শুভেচ্ছা ভরছে কেমন্ট সেকশনে। সেখানে শুভশ্রীর ঘনিষ্ঠ মহলের একজনে পোস্ট নিজের ইন্সা স্টোরিতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই বান্ধবীর পোস্টেই একজন ব্যক্তি কমেন্ট করে বসেন শুভশ্রী অন্তঃসত্ত্বা কিনা। অবাক করার বিষয় হল এই মন্তব্যটি সেই ব্যক্তি করেছিলেন তিন সপ্তাহ আগে।
আরও পড়ুনঃছবিতে উঁকি দিচ্ছে বেবি বাম্প, সুদূর বলিউড থেকে শুভেচ্ছা এল শুভশ্রীর কাছে
পোস্টে রাজ এবং শুভশ্রীর মাঝে দাঁড়িয়ে সেই বান্ধবী। সেখানে শাড়ি পরে দেখআ যাচ্ছে শুভশ্রীকে। বেবি বাম্প দেখা যাওয়ার কোনও সম্ভবনাই নেই। তাহলে সেই ব্যক্তি তিন সপ্তাহ আগে বুঝল কীকরে যে শুভশ্রী মা হতে চলেছেন। নেটিজেনের এই কমেন্টকে কাকতালিয় ঘটনা হিসেবে ধরা ছাড়া কোনও উপায় নেই।
আরও পড়ুনঃলকডাউনে সাংঘাতিক অবস্থা মিমির, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়
কেটে গিয়েছে দু-দুটো বছর। তারই মাঝে বিবাহবার্ষিকীর দিনে মা হওয়ার খবর পেড়ে সকলকে তাক লাগালেন 'রাজশ্রী'। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হালকা বেবি বাম্প ফ্লন্ট করে প্রেগনেন্সির খবর ঘোষণা করেছেন অভিনেত্রী। শুভেশ্রী মা হতে চলেছেন, লকডাউনের মধ্যে এই সুখবরে আনন্দে আত্মহারা গোটা টলিউড। প্রশংসা জানিয়েছেন টলিউডের অসংখ্য তারকারা।
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল