উত্তম কুমারের স্ত্রী হতে চলেছেন শ্রাবন্তী! কি প্রতিক্রিয়া অভিনেত্রীর?

এই প্রথমবার উত্তম কুমারের স্ত্রী হবেন শ্রাবন্তী! হ্যা চমকে গেলেন তো শুনে, আসল কথা টা এবার খোলসা করা যাক, উত্তম কুমারের আসন্ন বায়োপিক 'অচেনা উত্তম'-এ উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। গৌরী দেবীর চরিত্রে অভিনয়ের জন্য ঠিক কি কি প্রস্তুতি নিতে হয়েছে শ্রাবন্তীকে চলুন জেনে নি

এই প্রথমবার উত্তম কুমারের স্ত্রী হবেন শ্রাবন্তী! হ্যা চমকে গেলেন তো শুনে, আসল কথা টা এবার খোলসা করা যাক, উত্তম কুমারের আসন্ন বায়োপিক 'অচেনা উত্তম'-এ উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। গৌরী দেবীর চরিত্রে অভিনয়ের জন্য ঠিক কি কি প্রস্তুতি নিতে হয়েছে শ্রাবন্তীকে চলুন জেনে নি 

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এখন ব্যস্ত 'অচেনা উত্তম'-এর প্রচারে। প্রথমবার উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিটির পরিচালনা করেছেন অতনু বোস এবং প্রযোজনা করেছে অলোকনন্দা আর্টস। ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন জনরিয় অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়। এছাড়াও সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে, উত্তম কুমারের ছোটভাই অর্থাৎ তরুণ কুমারের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথকে এবং সাবিত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দ্বিতীপ্রিয়া রায়, সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় সম্পূর্ণা লাহিড়ী, সত্যজিৎ রায়ের চরিত্রে প্রিয়াংশু চট্টোপাধ্যায়, এবং সুপ্রিয়া দেবীর চরিত্রে সায়ন্তনী রায় চৌধুরীকে।  মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বাঙালির মনে কৌতূহলের শেষ নেই, তিনি কৃষ্ণেন্দু, অ্যন্টনি ফিরিঙ্গি, অবিনাশ আরও কত শত নামে বাঙালির হৃদয়ে বিরাজ করেন তিনি। অচেনা উত্তমে উত্তম কুমারের জীবনের নানা অচেনা দিককে তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ছবিতে উত্তম কুমারের স্বরচিত গান গুলি থাকছে বলে জানা যাচ্ছে।

Latest Videos

আরও পড়ুন,রংবাজ-৩ এ বিনীত কুমারের বডি ট্রান্সফর্মেশন দেখেছেন কি?

আরও পড়ুন,বিয়ের দিন একি বিপদ এসে হাজির? রুদ্র-নিপার বিয়ে কি শেষ পর্যন্ত দিতে পারলো মোদক পরিবার?

গৌরীদেবীর চরিত্রে অভিনয় করে ঠিক কিরকম অনুভূতি হচ্ছে এই প্রসঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, তাঁর ভীষণই ভালো লাগছে এই চরিত্রে অভিনয় করতে পেরে,এবং অভিনয় করতে করতে গৌরীদেবীর বিষয় তিনি অনেক কিছু জানতে পেরেছেন। যেমন গৌরীদেবী পান খেতে ভালোবাসতেন, গয়না পড়তে ভালোবাসতেন, সুরাধুনিও ছিলেন,অবশ্য এই বিষয়ে ডিরেজটর কতনু বোস খুবই সাহায্য করেছেন তাঁকে, নায়িকা জানান। এছাড়াও শ্রাবন্তী জানান, গৌরী দেবী যেহেতু পান খেতে ভালোবাসতেন তাই চরিত্রের প্রয়োজনে শ্রাবন্তীকেও খয়ের দেওয়া পান খেতে হয়েছে, যদিও বাস্তব জীবনে পান খেতে খুব একটা ভালোবাসেন না অভিনেত্রী। গৌরীদেবীর চরিত্রে নিজেকে যথাযথ ভাবে ফুটিয়ে তোলার জন্য কি কি বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে সেই বিষয়ে অভিনেত্রী জানান, গুড়িদেবী যেহেতু স্বাস্থ্যবতী ছিলেন তাই তাঁকেও ওজন বাড়াতে হয়েছিল। ছবির ট্রেলার ইতিমধ্যেই ভালো প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছে থেকে, ২২ জুলাই ওয়ার্ল্ড-ওয়াইড মুক্তি পেতে চলেছে 'অচেনা উত্তম'।


 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন