Indrani Halder Comeback: টেলি দুনিয়ার পর আবারও বড় পর্দায় ফেরা, মধুমিতার সঙ্গে এবার জুটি ইন্দ্রানী হালদার

ইন্দ্রানী হালদার, বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে থাকা এই একটা নাম দর্শক মহলের কাছে বেশ জনপ্রিয়। ছোটপর্দা হোক বা বড় পর্দা তার উপস্থিতিতেই একরাশ ভাললাগা যেন ঘিরে ধরে ভক্তদের। 

সত্য শেষ হলো শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিকের শুটিং। ইন্দ্রানী হালদার (Indrani Halder), বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে থাকা এই একটা নাম দর্শক মহলের কাছে বেশ জনপ্রিয়। ছোটপর্দা হোক বা বড় পর্দা (Bengali Cinema) তার উপস্থিতিতেই একরাশ ভালোলাগা যেন ঘিরে ধরে ভক্তদের। তবে মাঝখানে বেশ কিছুটা বিরতির পর গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি ফিরেছিলেন অভিনয়। সেই ধারাবাহিক টিআরপি লিস্টে (TRP List) থাকার পর আসে শ্রীময়ী ধারাবাহিক (Bengali Mega) এর প্রস্তাব। অবশেষে এই ধারাবাহিক শেষের পথে।

Latest Videos

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছে। সর্বত্র চোখ রাখলেই দেখা যাচ্ছে ইন্দ্রানী হালদার (Indrani Halder) কে নিয়ে ভক্তদের মনে একাধিক প্রশ্ন। এবার কি তবে অন্য কোন এ ধারাবাহিকে নজর আসতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরে শ্রীময়ী (Sreemoyee)  ধারাবাহিকের টিআরপি (  TRP) রয়েছে তুঙ্গে। একটা সময়ের পর তা বেশ ধাক্কা খেলেও শ্রীময়ী চরিত্রের জন্য ইন্দ্রানী হালদারের জনপ্রিয়তা বজায় থাকে।‌ এবার এই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসতেই খোঁজ করলো নতুন কোন ধারাবাহিকে দেখা যেতে পারে তাকে, আবারো কি কোন মেগা ধারাবাহিক দেখা যাবে তাকে নাকি অভিনয় থেকে বেশ কিছুটা বিরতি আবার। 

আরও পড়ুন- সুখবর, তবে কি মা হতে চলেছেন নীলের তৃণা, খুশির খবরে ডগমগ গুনগুন ভক্তরা

আরও পড়ুন- Vijay Diwas Dubai: বাংলাদেশের বিজয় দিবস, দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক পেলেন শ্রীলেখা

না কোনটাই নয় ধারাবাহিকে প্রস্তাব এসেছিল একাধিক। কিন্তু বর্তমানে তিনি ফিরতে চান বড়পর্দায়। সম্প্রতি তাই মৈনাক ভৌমিকের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। শেষ টা কি দেখা গিয়েছিল মুক্তধারা ছবিতে। আবারো বড় পর্দায় ফিরছেন তিনি। মৈনাক ভৌমিকের রকমের হাত ধরে এবার প্রত্যাবর্তন ঘটছে ইন্দ্রানী হালদারের। এই ছবিতেই তার সঙ্গে দেখা যাবে মধুমিতা সরকার কে। রম কম বেশ পছন্দের বিষয় মৈনাক ভৌমিক এর কাছে, তাই চিনির মতো  পোক্ত চিত্রনাট্যে আবারও ধরা দেবেন মধুমিতা সরকার তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার তার সঙ্গে থাকছেন ইন্দ্রানী হালদার। তবে ছবির নাম এখনো বৃষ্টি হয়নি। বছর পড়তে শুরু হবে ছবির শুটিং। তানি এখন ব্যস্ত রয়েছে পরিচালক থেকে গোটা টিম। তবে টেলিভিশনের দর্শকদের মনে বেশ কিছুটা দুঃখ, নিত্যদিন ড্রইংরুমে ইন্দ্রানী হালদারের সঙ্গে একটা আপাতত বন্ধ। কিছু দিনের মধ্যেই ইতি হচ্ছে শ্রীময়ীর পথ চলা। তবে সিনে দুনিয়ায় এখননতন ছবির অপেক্ষার পালা শুরু। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News