'কৃষ্ণকলি'তে মাম-এর যাত্রা শেষ, নিখিল-শ্যামার জীবন থেকে সত্যি কি চিরবিদায় তার

Published : Oct 20, 2020, 07:18 PM ISTUpdated : Oct 20, 2020, 07:19 PM IST
'কৃষ্ণকলি'তে মাম-এর যাত্রা শেষ, নিখিল-শ্যামার জীবন থেকে সত্যি কি চিরবিদায় তার

সংক্ষিপ্ত

'কৃষ্ণকলি' ধারাবাহিকে বড় মোড় নিখিল ও শ্যামার মাঝে ঢুকে পড়া, মামের যাত্রা শেষ শ্যামা ভেবে মামের উপর গুলি চালায় অশোক তবে কি সত্যি নিখিল ও শ্যামার জীবন থেকে সরে গেল মাম

'কৃষ্ণকলি' ধারাবাহিকে ঘুরল মোড়। এতদিন সকল দর্শকের ইচ্ছা ছিল আম্রপালি অর্থাৎ মাম কবে সরে যাবে এই ধারাবাহিক থেকে। শ্যামা এবং নিখিলের মাঝে মামের ঢুকে যাওয়া মামকে একেবারেই মেনে নিতে পারেনি বাংলা ধারাবাহিকের দর্শকরা। নিখিল এবং শ্যামার মিলনের জন্য তারা স্বাভাবিকভাবে উৎসাহী। অবশেষে তাদেরই ইচ্ছাপূর্ণ হল। 

মামের যাত্রা শেষ। অশোকের কারণেই শেষ হল মামের যাত্রা। সম্প্রতি 'কৃষ্ণকলি'র একটি টিজার মুক্তি পেতেই উত্তেজনা এখন তুঙ্গে। মাম, শ্যামার মতই সেজে পুজোর মণ্ডপে ছিল। সেখানেই মামকে শ্যামা ভেবে ভুল করে বসে অশোক। শ্যামার সঙ্গে শত্রুতার জেরে অশোক চিরকালই শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসছে। 

আরও পড়ুনঃদুর্গার বেশে তৃণা সাহা, কাশবনে দেবীর রূপে ধরা দিলেন 'খড়কুটো'র নায়িকা

এবার শ্যামারকে মাররা জন্য মণ্ডপের একটি জায়গায় লুকিয়ে ছিল সে। সেখান থেকে মামকে, শ্যামা রূপে দেখে তার দিকে তাক করে গুলি চালায়। পেটে গুলি লাগতেই লুটিয়ে পড়ে মাম। নিখিলকে মাম নিজের শেষ মুহূর্তের সময় ক্ষমা চাইল। পাশাপাশি এও বলল, নিখিল এবং শ্যামাযেন চিরসুখী হয়। এবং পারলে নিখিল যেন তাকে ক্ষমা করে। টিজার দেখে দর্শকরা খুশি হলেও সকলের চিন্তা আদৌ কি মাম, নিখিল ও শ্যামার জীবন থেকে সরল। নাকি এরপরও থাকছে অন্য গল্প।

আরও পড়ুনঃনুসরতের হাই কিক, যশের পাওয়ার পাঞ্চ, 'SOS কলকাতা'র বিশেষ ঝলক

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা