লকডাউনের মাঝে জন্মদিনে বিশেষ উপহার পেলেন মানালি, নেপথ্যে নেপথ্যে শুভশ্রী

Published : May 06, 2020, 10:31 PM IST
লকডাউনের মাঝে জন্মদিনে বিশেষ উপহার পেলেন মানালি, নেপথ্যে নেপথ্যে শুভশ্রী

সংক্ষিপ্ত

বাংলা টেলি অভিনেত্রী মানালি দের জন্মদিন। লকডাউনের মাঝেই বিশেষ উপহার নিয়ে হাজির শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই উপহার।

একেই লকডাউনে, তার মধ্যে জন্মদিন। এর থেকে খারাপ কী বা আর হতে পারে। তবে বাংলা টেলিভিশেনর অভিনেত্রী মানালি দের জন্মদিন এই লকডাউনেও হয়ে উঠল স্পেশ্যাল। নেপথ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মানালি দের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মানালির একটি ছবি আপলোড করে তাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। এর চেয়ে সুন্দর উপহার লকডাউনে পাওয়া মুশকিল। 

আরও পড়ুনঃপ্রিয়াঙ্কার কাকাকে প্রাণের হুমকি দিল্লির রাস্তায়, ছুড়ি দেখিয়ে ফোন নিয়ে পালায় দুই ব্যক্তি

মানালিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য টেলি অভিনেত্রীরাও। গীতশ্রী, শ্রীমা এবং উষসী গ্রুপ ভিডিও কলে মানালিকে মোমবাতি নিভিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও কলে বেশ মজা করেই কেটেছে মানালির জন্মদিন। এছাড়াও রাজদীপ গুপ্তাও মজার ছবি পোস্ট করে উইশ করেছেন মানালিকে। 

আরও পড়ুনঃ'মুম্বইয়ের যশ রাজ থেকে ফোন আসে ছবি প্রচারের জন্য', জিরো থেকে হিরো হয়ে ওঠা দেব

মানালি 'নকশি কাঁথা' ধারাবাহিকে শবনমের চরিত্রে অভিনয় করেন। লকডাউনের কারণে ধারাবাহিক বন্ধ হলেও থেমে নেই মানালির জীবন। লকডাউনে গৃহবধূদের গুরুত্ব বোঝানোর জন্য অপরাজিত আঢ্যের পরিচালনায় তৈরি করে ফেলেছিলেন স্বল্পদৈর্ঘ্যের ছবি হিং। নিজেদের বাড়িতে থেকেই আলাদা আলাদা শ্যুটিং করে বানানো হয়েছিল এই শর্টফিল্মটি। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা