সংক্ষিপ্ত
- প্রিয়াঙ্কা চোপড়ার কাকার সঙ্গে ডাকাতি।
- দিল্লির রাস্তায় ছুড়ি দেখিয়ে প্রাণের হুমকি।
- প্রিয়াঙ্কার কাকার ফোন নিয়ে পালায় দুই ব্যক্তি।
প্রিয়াঙ্কা চোপড়ার কাকা সুদেশ চোপড়াকে প্রাণের হুমকি দিয়ে ডাকাতি করে দুই ব্যক্তি। এমনই অভিযোগ জানালেন মেয়ে মীরা চোপড়া। মীরা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ট্যুইট করে জানান, তাঁর বাবাকে দিল্লির পুলিশ কলোনিতে এভাবে কাউকে কীকরে কেউ প্রাণের হুমকি দিয়ে ডাকাতি করতে পারে।
আরও পড়ুনঃ'মুম্বইয়ের যশ রাজ থেকে ফোন আসে ছবি প্রচারের জন্য', জিরো থেকে হিরো হয়ে ওঠা দেব
ট্যুইটারে দিল্লি পুলিশকে ট্যাগ করে লেখেন, "আমার বাবা পুলিশ কলোনিতে হাঁটতে বেরিয়েছিলেন। দু'জন ব্যক্তি স্কুটারে এসে আমার বাবার দিকে ছুড়ি তাক করে। প্রাণের হুমকি দেয়। বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে স্কুটারে বসে পালিয়ে যায়।" অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে তিনি নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুনঃবাবার মৃত্যুর ছয় দিনের মাথায় শুরু হল রণবীরের 'ব্রহ্মাস্ত্র'র কাজ, নেপথ্যে অয়ন
লকডাউন শুরু হওয়ার কিছু সপ্তাহ পর থেকেই শুরু হয়েছে, চুরি ডাকাতি। বাজারের মধ্যে, রাস্তার মধ্যেই হথাৎ করেই চুরি হয়ে যাচ্ছে বাজারের থলে কিংবা পয়সার ব্যাগ। এটিএম থেকে কেউ বেরলে তাকে অত্যন্ত সাবধানে, টাকা এবং প্রাণ হাতে নিয়ে বাড়ি পালাতে হচ্ছে। লকডাউন কাটলে জিনিসপত্রের দাম হবে আকাশছোঁয়া, তখন দেশের কী অবস্থা হবে সেটাই ভাবার বিষয়।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস