লকডাউনে আউটডোর শ্যুট, থ্রোব্যাকের স্মৃতিচারণায় মিমি

Published : May 06, 2020, 11:31 PM IST
লকডাউনে আউটডোর শ্যুট, থ্রোব্যাকের স্মৃতিচারণায় মিমি

সংক্ষিপ্ত

লকডাউনের মাঝে আউটডোর শ্যুটের ছবি পোস্ট মিমির।  পুরনো ছবি দেখে শ্যুটিং মিস করছেন নায়িকা। লকডাউন না কাটলে শান্তি নেই অভিনেত্রী।

আউটডোর শ্যুট। মেটালিক ড্রেস। কার্লি হেয়ার। ক্যানডিড পোস্টে মিমি চক্রবর্তী ভাসলেন নস্টালজিয়ায়। অভিনেত্রী হিসেবে লকডাউনে এখন স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি শ্যুটিংকেই মিস করার কথা। আউটডোর শ্যুটিংয়ের স্টিল শেয়ার করে সে কথাই ক্যাপশনে লিখেছেন মিমি। 

আরও পড়ুনঃপ্রিয়াঙ্কার কাকাকে প্রাণের হুমকি দিল্লির রাস্তায়, ছুড়ি দেখিয়ে ফোন নিয়ে পালায় দুই ব্যক্তি

লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সাংসদ এবং অভিনেত্রী হওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক করছেন মিমিও। বাড়িতে মাস্ক তৈরি করা থেকে শুরু করে নানা ধরণের গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করছেন তিনি। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 

আরও পড়ুনঃনুসরতের কোলে শুয়ে নিখিল, আহ্লাদে আটখানা নুসরত

সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের বিনোদনের জোগান দিচ্ছেন সকল তারকারা। গান করা, নাচ করা, মজার ভিডিও করা, আবার টিকটক করছেন। এছাড়াও রান্না করে রেসিপি সমেত পোস্ট করা। পাশপাশি রয়েছে ওয়ার্ক আউটের ভিডিও করে পোস্ট। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে