দুবাইতে ছুটি কাটিয়ে এখন খুশির মেজাজে মিমি চক্রবর্তী। সাংসদ-অভিনেত্রী মিমির ছুটি কাটানোয় মন মজেছে ভক্তমহলের। দুবাইয়ের মনোরম পরিবেশে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ভুলে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন তিনি। রাজনীতি ও বিনোদনের মহল ছেড়ে হয়েছিলেন সুফিয়ানায় মত্ত। দুবাইয়ের আভিজাত হোটেল, সমুদ্রসৈকত, রাস্তার ভিডিও, ছবি পোস্ট করে চলেছিলেন মিমি। অভিনেত্রীর দুবাই ডায়রিজই নেটদুনিয়ার হটকেক হয়ে উঠেছে।
কেবল নেটিজেন ও ভক্তদেরই নয়, তাঁর নিজের কাছেও দুবাই ট্রিপটি অত্যন্ত স্পেশ্যাল। এখনও পর্যন্ত দুবাইয়ের স্মৃতির নস্টালজিয়াতে ভেসেছেন। সম্প্রতি দুবাইয়ের ডেজার্ট সাফারির ভ্লগ শেয়ার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। প্রেম, বিয়ে, ভালবাসা এখন এসব অতীত। এগুলো নিয়ে কোনও মাথাব্যাথাই নেই মিমির। বরং দুবাইয়ের স্মৃতিচারণা নিয়ে ব্যস্ত মিমি। নিত্যদিন নতুন নতুন ভিডিও, লাইভ, ছবি পোস্ট করে চলেছেন মিমি।
আরও পড়ুনঃকলকাতা নয় বধূবেশে রাজস্থানের মরুভূমিতে ঋতাভরী, তবে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে টলি ডিভা
মনোরম পরিবেশে দুবাইয়ের ফাইভ স্টার হোটেল, মরুভূমি, সমুদ্রসৈকতে মজেছেন মিমি। মিমির দুবাই অ্যালবামে নেটবাসীদের মন ভরেছে। সেই ভাললাগার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ভিডিও নিয়ে হাজির মিমি। যেখানে তাঁকে দুবাইয়ের নামকরা ডেজার্ট সাফারিতে দেখা গিয়েছে। সেই সাফারির আনন্দ নিতে নিতেই নিজের গ্ল্যামারাস জীবন ভুলেছেন মিমি। ছেলেবেলায় ফিরে গিয়েছেন এক লহমায়। ডেজার্ট সাফারির মাঝে বালির উপর খালি পায় লাফিয়ে বেড়াচ্চেন অভিনেত্রী। যা দেখে মন ভরবে সকলের।