আমফানে ক্ষতিগ্রস্থ হওয়া মৌসুনির পাশে মিমি, মিউজিক ভিডিওর সঙ্গে রহস্যভেদও করলেন অভিনেত্রী

  • 'তোমার খোলা হাওয়া'র পিছনে রয়েছে এক অন্য গল্প
  • মৌসুনি দ্বীপের রহস্যভেদ করলেন মিমি 
  • রহস্যময় দ্বীপের কথা ফের মনে করিয়ে দিলেন 
  • ভিডিওতে দিলেন বিশেষ বার্তাও

মৌসুনি দ্বীপে দিন কতক আগেই শ্যুটিং করে ফিরেছেন মিমি চক্রবর্তী। আমারও পরাণ যাহা চায় গানের কভারের পর 'তোমার খোলা হাওয়া' নিয়ে প্রস্তুত হয়েছেন মিমি। বড়দিনে নিজের সিঙ্গেল রিলিজ করে ফের চমক দিয়েছেন তিনি। মৌসুনি দ্বীপেই শ্যুট হয়েছে গোটা গানটি। বিভিন্ন ধরণের কস্টিউম পরেই গানের শ্যুটিং করেছেন সেখানে। 'তোমার খোলা হাওয়া'র বিভিন্ন বিহাইন্ড দ্য সিনস ভিডিও প্রকাশ করেছিলেন মিমি। 

এবারে একেবারে ভিন্ন ধরণের বিহাইন্ড দ্য সিনস ভিডিও প্রকাশ্যে আনলেন। মৌসুনি দ্বীপের কথা কমবেশি সকলেই শুনেছে এবং গিয়ে ঘুরেও এসেছে। তবে মৌসুনির রহস্যময় দ্বীপের কথা অনেকেই জানে না। সেই দ্বীপ মাঝে মধ্যে জলের তলায় থাকে, আবার মাঝে মধ্যে জল নেমে গিয়ে বেরিয়ে আসে সেই দ্বীপ। সেখানেই শ্যুট হয়েছে মিমির গান। মৌসুনিতে এই প্রথমবার গিয়েছিলেন মিমি। সেখানে গিয়ে জায়গার প্রেমে তো পড়েইছেন পাশাপাশি সেখানকার লকজনদের প্রেমেও পড়েছেন মিমি। 

Latest Videos

আরও পড়ুনঃ'নিজেকে ভগবানের কাছে সপে দিতে চাই', শ্রাবন্তীর থেকে এই দূরত্ব মেনে নিতে পারছেন না রোশন

/p>

সেখানকার মানুষরদের মধ্যে এতটাই আন্তরিকতা যা মায়ায় জড়ানো। তাদের সঙ্গে আলাপ হয়ে বড়ই আনন্দিত হয়েছেন মিমি। গান শ্যুটের সঙ্গে সঙ্গেই মিমি সেখানকার মানুষদের নিয়ে দিয়েছেন এই বার্তা। তিনি আরও বলেন, আমফানে মৌসুনির একাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছিল। এখন ফের তারা নতুন করে টাকা উপার্জনের চেষ্টা করছে। তাই মিমি সকলকে নিজের সদ্য পোস্ট করা ভিডিওতে অনুরোধ করলেন সকলকে সেখান থেকে ঘুরে আসতে। এতে সেই মানুষগুলির অনেকটা উপকার হয়। অর্থনৈতিক দিক থেকে তারা পুরোটাই ভেঙে পড়েছে আমফান আছড়ে পড়ার পর।   

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari