'নিজেকে ভগবানের কাছে সঁপে দিতে চাই', শ্রাবন্তীর থেকে এই দূরত্ব মেনে নিতে পারছেন না রোশন
First Published Dec 28, 2020, 3:18 PM IST
রোশন সিং এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়ে ভাঙনের পথে। এই খবরই ঘুরে ফিরে বেড়াচ্ছে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে। পুজোর আগে থেকে নাকি সেলেব দম্পতি আলাদা থাকতে শুরু করেছেন। যদিও তাঁদের মধ্যে একজনও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল জুড়ে একাধিক পোস্টে নজর গিয়েছে ভক্তদের। বিনোদনপ্রেমীরা যে কেবল সিনেমা নিয়েই মত্ত থাকে তা নয়, অধিকাংশেরই উৎসাহ থাকে তারকাদের ব্যক্তিগত জীবনের খবরাখবরে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন