- Home
- Entertainment
- Bengali Cinema
- 'নিজেকে ভগবানের কাছে সঁপে দিতে চাই', শ্রাবন্তীর থেকে এই দূরত্ব মেনে নিতে পারছেন না রোশন
'নিজেকে ভগবানের কাছে সঁপে দিতে চাই', শ্রাবন্তীর থেকে এই দূরত্ব মেনে নিতে পারছেন না রোশন
- FB
- TW
- Linkdin
শ্রাবন্তী এবং রোশন সিংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিত্যদিনই থাকে সকল মানুষের আনাগোনা।
কখনও বিয়ে নিয়ে নেতিবাচক পোস্ট তো কখনও সম্পর্ক, ভালবাসা নিয়ে ক্রিপ্টিক পোস্ট।
শ্রাবন্তী এবং রোশনের যে সোশ্যাল মিডিয়ায় এক ঠান্ডা লড়াই চলছে তা অনুমান করছে নেটিজেনরা।
সম্প্রতি ফের দৃষ্টি আকর্ষণ করল রোশনের ইনস্টাগ্রাম স্টোরি। যেখানে তিনি একটি পার্টির ছবি পোস্ট করেছেন।
তার সামনে রাখা একটি ছোট সাদা বোর্ড। যাতে লেখা, "আমি নিজেকে ভগবানের কাছে সঁপে দিতে চাই।"
এই দেখেই চোখ কপালে উঠেছে সকলের। তবে কি শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকা মেনে নিতে পারছেন না রোশন।
যার জন্যই এই অদ্ভুত লেখার সঙ্গে নিজের জীবনের মিল খোঁজার চেষ্টা করছেন রোশন।
বিয়ে নিয়ে এর আগে একটি পোস্ট করেছিলেন, যার অর্থ ছিল, বিয়ে মানেই মহিলারা, পুরুষদের জীবন নষ্ট করে।
তার পরিবর্তে অবশ্য শ্রাবন্তীও একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি নারী ক্ষমতায়ন নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছিলেন।