৩০- শে পা দিলেন মিঠাইয়ের 'সিডি বয়', ফ্যানেদের কথা রাখতে কী করলেন 'বং ক্রাশ', রইল ভিডিও

জীবনের ২৯ টি বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন টলি অভিনেতা আদৃত রায়। বং ক্রাশ জন্মদিন নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। মিঠাই পরিবারের সেলিব্রেশন যেন থামছেই না। একের পর এক সদস্যের জন্মদিন সেলিব্রেট হচ্ছে শুটিং সেটে। দিনকয়েক আগেই মনোহরার খুদে সদস্য নিপার জন্মদিন পালন করা হয়েছে। আজ আদৃতের পালা। বাংলা টেলিভিশনের হার্টথ্রবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  এই মুহূর্তের টলিপাড়ার বং ক্রাশ হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু। মুহূর্তের মধ্যে লাখ লাখ তরুণীদের রাতের ঘুম কেড়ে নিতে সিদ্ধহস্ত আদৃত রায়। তবে নিজের জন্মদিনের আগেই ভক্তদের জন্য সুখবর দিয়েছিলেন সিডি বয়। তবে কি সেই কথা রাখলেন সকলের প্রিয় সিডি বয়।

জীবনের ২৯ টি বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন টলি অভিনেতা আদৃত রায়। বং ক্রাশ জন্মদিন নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। মিঠাই পরিবারের সেলিব্রেশন যেন থামছেই না। একের পর এক সদস্যের জন্মদিন সেলিব্রেট হচ্ছে শুটিং সেটে। দিনকয়েক আগেই মনোহরার খুদে সদস্য নিপার জন্মদিন পালন করা হয়েছে। আজ আদৃতের পালা। বাংলা টেলিভিশনের হার্টথ্রবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  এই মুহূর্তের টলিপাড়ার বং ক্রাশ হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু। মুহূর্তের মধ্যে লাখ লাখ তরুণীদের রাতের ঘুম কেড়ে নিতে সিদ্ধহস্ত আদৃত রায়। তবে নিজের জন্মদিনের আগেই ভক্তদের জন্য সুখবর দিয়েছিলেন সিডি বয়। তবে কি সেই কথা রাখলেন সকলের প্রিয় সিডি বয়।

২৫ শে মে আদৃতের জন্মদিন নিয়ে ফ্যানেরা ভীষণ এক্সসাইটেড রয়েছেন।  সেই এক্সসাইটমেন্ট আরও বাড়িয়ে দিয়েছিলেন আদৃত নিজেই। জন্মদিনের আগেই ঘটা করে আদৃত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে তার সঙ্গে দেখা করার সুর্বণ সুযোগ পাবেন ফ্যানেরা। কিন্তু কখন, কীভাবে দেখা করবেন তার ডিটেলসও লিখে দিয়েছিলেন আদৃত। অভিনেতা নিজের ফেসবুকে লেখেন, যারা আমার সঙ্গে দেখা করতে চাও বা আমাকে উইশ করতে চাও তারা নিজেরা উপস্থিত হয়ে আমাকে ধন্য কর। আগামিকাল  ২৫ শে মে ভারতলক্ষ্মী স্টুডিওর গেট খোলা থাকবে। এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। কখন স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখতে পাবে সেই অপেক্ষায় ছিল ফ্যানেরা। তবে কি কথা দিয়ে কথা রাখল বং ক্রাশ আদৃত।

Latest Videos

 

 

মিঠাইয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র মিঠাইয়ের নতুন জামাইবাবু অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বার্থ ডে বয়-তে জন্মদিনের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডিও বাইরে অনেকগুলি কেক কাটছেন আদৃত। হাতে একগুচ্ছ গোলাপ। আর তাকে ঘিরে রয়েছে তার ফ্যানেরা। সকলেই তাকে হ্যাপি বার্থ ডে বলে শুভেচ্ছা জানিয়েছে। ভক্তদের কথা মাথায় রেখেই এমন অভিনব কায়দায় জন্মদিন সেলিব্রেট করলেন আদৃত। ভিডিওতে লাইক ও কমেন্টে ভরে গিয়েছে। শুটিংয়ের ফাঁকে কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করলেন সিডি বয়। ফ্যানেরা নিজেদের সমস্ত সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছেন বং ক্রাশ। অভিনেতাকে একঝলক কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ফ্যানেরা। সেই স্বপ্নপূরণ হয়েছে সকলেরই। আদৃতের হ্যান্ডসাম লুকে ফিদা আট থেকে অষ্টাদশী। অভিনয় পাশাপাশি তার গানের গলাও অসাধারণ। গানের ভিডিওতে ভক্তদের পাগল করে দেন মিঠাই রানির সিডি বয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একদম মুখ খুলতে পছন্দ করেন না আদৃত। দীর্ঘ ১০ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত ও সুপ্রিয়া। তবে কিছুদিন  আগেই সেই প্রেম ভাঙন ধরেছে। বর্তমানে মিঠাই ধারাবাহিকের দিদিয়া ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে রিলেশনশিপে রয়েছেন আদৃত।

আরও পড়ুন-লাখ টাকা নয়, সামান্য হাজার টাকার বিনিময়ে শুটিং, কেরিয়ারের শুরুতে কত টাকা রোজগার ছিল ঐশ্বর্যর জানেন?

আরও পড়ুন-অনাবৃত উরুতে যেন আগুন জ্বলছে, সাগরপাড়ে হটনেস অ্যালার্ট 'সেক্সবম্ব' কৌশানির

আরও পড়ুন-স্কিটফিট বডিকনে ফেটে বেরোচ্ছে স্তনের একাংশ, হট ক্লিভেজে লাস্যময়ী কাজল কন্যা নাইসা

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন