শঙ্খর অসম্পূর্ণ পরিবারকে সম্পূর্ণ করতে আসছে মোহর, দু'জনের ঘনিষ্ঠতায় কি মিটবে দুঃখ

  • শঙ্খদীপের সম্পূর্ণ পরিবারকে সম্পূর্ণ করতে আসছে মোহর
  • পরিবারকে এক করার জন্য মোহরের কাছে সাহায্য চেয়ে বসে শঙ্খ
  • মোহরও তাকে সাহায্য করার প্রতিজ্ঞা নেয়
  • বিয়ের আগেই সম্পর্ক আরও গভীর হল 'মোহরদীপ'র 
     

শঙ্খদীপ ও মোহরের শুভ পরিণয়। এই উত্তেজনা কেবল তাদের পরিবারেই নয় ছড়িয়েছে দর্শকমহলেও। অবশেষে মান অভিমানের পালা কাটিয়ে একে অপরের প্রেমে ডুব দিয়েছে মোহর এবং শঙ্খদীপ। বিয়ের প্রস্তুতির মাঝেই শঙ্খ, মোহরের কাছে নিজের প্ল্যানের বিষয় সমস্ত কথা খোলসা করে। তারপরই মোহরের রাগ ভাঙে। শঙ্খকে ফের আপন করে নেয় সে। এতদিন মোহরের ধারণা ছিল, শ্রেষ্ঠার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে শঙ্খ। 

তবে এই পুরো বিষয়টিই যে শঙ্খর সাজানো ছিল তা এখন মোহরের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝি মিটতেই ঘনিষ্ঠতায় মজেছে তারা। বিয়ের আগে পরস্পরের সঙ্গে একান্তে কাটাচ্ছে সময়। যেখানে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে এখন এসেছে প্রেমের পালা। প্রেমের মাঝেও শঙ্খ নিজের মনের কথা রাখল সামনে। নিজের অসম্পূর্ণ পরিবারের চিন্তা সে জানায় মোহরকে। জ্যাঠামশাই এবং তার মায়ের সম্পর্কে দূরত্ব বাড়তেই পরিবারটি পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যা বহু বছর ধরে জোড়া লাগাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে শঙ্খদীপ। 

Latest Videos

আরও পড়ুনঃপ্রতিটি সম্পর্কে টানাপোড়েনের মাঝে শ্রাবন্তী পাশে পেয়েছেন একজনকেই, তার সঙ্গেই ছবি পোস্ট অভিনেত্রীর

 

মায়ের জেদের কাছে হার মানতে রাজি নয় জ্যাঠামশাইও। একে অপরের সঙ্গে দূরত্ব তারা বাড়িয়েছে নানা ঘটনার জেরে। জ্যাঠামশাইয়ের সঙ্গে মোহরের কথা কাটাকাটিও এখন শঙ্খর সামনে ফাঁস হয়ে গিয়েছে। তবুও শঙ্খর ইচ্ছে ভেঙে যাওয়া এই পরিবার আগের মত হয়ে যাক। এই কাজ সে না পারলেও তার বিশ্বাস মোহর পারবেই। তাই বিয়ের আগে সে মোহরের কাছে তার পরিবার এক করার সাহায্য চেয়ে বসে। দুজনের বাড়তে থাকা ঘনিষ্ঠতাই কি মিটিয়ে দেবে পরিবারের মান অভিমান। 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!