Monami Ghosh : টলিউডের 'পু'-কে চেনেন, রেড হট কিলার লুকে চোখের ইশারায় ঘুম কাড়ল বঙ্গতনয়া


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন মনামী । পায়ে লাল স্টিলেটো, লাল লেদার শর্ট ড্রেস, খোলা চুলে চোখের ইশারায় ঘুম কেড়েছেন মনামী। বলিউডের জনপ্রিয় ছবি কভি খুশি কভি গম-এর আইকনিক পু-এর ডায়লগে ঠোঁট মেলাতে দেখা গেল মনামীকে। রেড হট লুকে লেডি কিলার মনামীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের।

ফ্যাশনে স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। মনামী ঘোষকে (Monami Ghosh) নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী (Monami Ghosh) ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে  প্রমাণ দিচ্ছেন মনামী। শরীরী নেশায় ভক্তদের পাগল করতে সর্বদাই কিছু না কিছু করেই চলেছেন মনামী ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি -ভিডিও শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন মনামী(Monami Ghosh)।  

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন মনামী (Monami Ghosh) । পায়ে লাল স্টিলেটো, লাল লেদার শর্ট ড্রেস, খোলা চুলে চোখের ইশারায় ঘুম কেড়েছেন মনামী। বলিউডের জনপ্রিয় ছবি কভি খুশি কভি গম-এর আইকনিক পু-এর ডায়লগে ঠোঁট মেলাতে দেখা গেল মনামীকে (Monami Ghosh)। রেড হট লুকে লেডি কিলার মনামীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। অভিনেত্রীর সেক্সি অ্যাটায়ারে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ইনস্টা ট্রেন্ডে গা ভাসিয়ে ভিডিও পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। দেখে নিন ভিডিওটি, 

Latest Videos

 

আরও পড়ুন-Samantha : বক্ষ-বিভাজিকায় উষ্ণতা, ডিভোর্স-বিতর্কের পর মনোকিনি-তে শিহরণ জাগালেন সামান্থা

আরও পড়ুন-Rekha -Vinod : মৃত্যুর শেষ দিন পর্যন্ত বিনোদের মনে ছিল রেখা, স্বামীর গোপনীয়তা ফাঁস স্ত্রী কিরণের

আরও পড়ুন-Suhana Khan : 'আমাকে বিরক্ত করো না', নিজের ট্র্যাকে ফিরেই সটান জানালেন শাহরুখ কন্যা সুহানা

 

টলিপাড়ার পু-এখন নেটদুনিয়ার হটকেক। করণ জোহর পরিচালিত 'কভি খুশি কভি গম' ছবিটি ২০০১ সালে বক্স অফিসে সুপারহিট হয়েছিল। দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে গিয়েছে সেই ছবি। বক্স অফিসে জমে থাকা বহু পুরোনো রেকর্ডকে ভেঙে চুরমার করেছিল করণ জোহর পরিচালিত 'কভি খুশি কভি গম'। 'কভি খুশি কভি গম' -এর পু অর্থাৎ করিনা কাপুরের ডায়লগেই এবার লিপ সিঙ্ক করতে দেখা গেল বঙ্গতনয়া মনামী ঘোষকে। বোল্ড অবতারে মনামীকে দেখেই ঘুম উড়েছে ভক্তদের। ভিডিওতে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ  (Monami Ghosh) রয়েছে সবার প্রথমে। বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও।  তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী।  অভিনেত্রীর সেক্সি আদায় ঘুম উড়েছে সাইবারবাসীর। সেক্সি টোনড ফিগারে অভিনেত্রীকে দেখে ঘাম ঝরছে নেটিজেনদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেক্সি অ্যাটায়ার।খোলা চুলে লাস্যময়ী মনামীর (Monami Ghosh) ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়।

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral