মনামির ফ্ল্যাট অ্যাবসেই নজর নেটদুনিয়ার, একের পর এক ছবিতে চমক বং-ডিভার

  • মনামির অ্যাবসেই চোখ গিয়েছে ভক্তদের
  • বম্বার জ্যাকেটে স্ট্রিট লুকে অভিনেত্রী
  • ফ্ল্যাট অ্যাবসে ফিট অ্যান্ড ফাইন তিনি
  • ছবি দেখেই ঘাম ঝড়ছে সোশ্যাল মিডিয়া ইউজারের
     

মনামি ঘোষের ফ্যাশন সেন্সে দিন দিন মুগ্ধ হচ্ছে সাইবারবাসী। কেমন করে তিনি এমন প্রতিটি অবতারে এমন অসামান্য হয়ে ওঠেন। প্রশ্ন তাঁর প্রত্যেক ভক্তের। শাড়ি হোক বা জিনস। সবেতেই একশোয় একশো পান তিনি। এবারে বম্বার জ্যাকেটে ধরা দিলেন তিনি। তাঁর ফ্ল্যাট অ্যাবসেই গিয়েছে সকলের চোখ। লকডাউন চলাকালীন নিজেকে কীভাবে ফিট এবং ফাইন রেখেছে তা প্রমাণ পেল এই ছবিতেই। করোনার প্রকোপেই প্রায় উঠে গিয়েছে লকডাউন। লকডাউন ছাড়া বাকিদিন রাস্তা ঘাট একেবারে স্বাভাবিক। 

আরও পড়ুনঃসংসদে জিনস শার্ট থেকে সেলফি, নায়িকা মিমি-নুসরতের রাজনীতিতে প্রবেশ করা আজও সমালোচনার বিষয়

Latest Videos

তবে এই পরিস্থিতিতেও ঘুরতে যাওয়ার কোনও সুযোগই নেই। যার কারণে থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছিলেন মনামি। যেখানে তাঁকে এক পাহাড়ি এলাকার হোটেলরুমে দেখা গিয়েছিল। সেই পরিবেশকে স্বর্গের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে উঁকি দিলেই ছোট খাটো ডিজিটাল ট্রিপ হয়েই যাবে। বিনোদনের নেই কোনও অভাব। ধক ধক গার্ল মাধুরী দিক্ষীতকে ট্রিবিউট জানিয়ে পোস্ট করেন নাচের ভিডিও। 'লজ্জা' ছবির বরি মুশকিল গানে নাচলেন মনামি। বাড়িতে ওরনা দিয়ে সুন্দর সেট বানিয়ে সেজে উঠেছিলেন একেবারে মাধুরীর সাজেই। 

আরও পড়ুনঃডেট করার ইচ্ছা ঋতাভরীকে, ইন্টারনেট সেনসেশনের রয়েছে এই একটাই শর্ত

আরও পড়ুনঃডিসঅর্ডারে ভুগছেন মিমি, ভিডিও পোস্ট করতেই ভাইরাল হলেন নেটদুনিয়ায়

নেচে টেক্কা দেন বলিউডের তাবড় ডান্সিং ক্যুইনদের। এর আগে দীপিকা পাডুকোনের ছবি পদ্মাবত-এর গান নেনোওয়ালে নে-তে কোমর দুলিয়েছিলেন নায়িকা। পরণে লাল রঙের ঘাঘড়া। নথ ছাড়া নেই কোনও গয়না। রূপ যেন ঠিকরে পড়ে মানমির। অন্যদিকে নাচের ভিডিওটির অভিনবত্ব হল, গ্রামের মধ্যে শ্যুট করা। আশপাশে কেবল বন জঙ্গল আর পুকুর। সেখানেই নিজের নাচের প্রতিভায় মেতে উঠলেন মনামি। মনামিকে যত দেখছে নেটিজেন ততই অবাক হচ্ছে। 

আরও পড়ুনঃফের বলিউডে কোভিডের থাবা, অর্জুন-মালাইকার পর আক্রান্ত হলেন আফতাব

আরও পড়ুনঃনেটদুনিয়ার 'সেক্স বম্ব' পুনম, আবদ্ধ হলেন বিয়ের বন্ধবে

সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন মানমি। তাতে ভক্তদের মন্তব্য, "আপনাকে যত দেখি তত অবাক হই। গ্রামের রাস্তায় আপনার নাচ থেকে মুগ্ধ।" দিন কতক আগেই মনামির  স্লো মোশনের ভিডিওতে মন ভরে সকলের। নীল শাড়ি পরে খোলা চুলে উত্তর কলকাতার মতই এক রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন মনামি। ক্যাপশনে লিখেছেন, "নীল বৃষ্টি।" তাতেই প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। প্রসঙ্গত, মনামির ইনস্টাগ্রাম লকডাউনে যেন টোটাল বিনোদনের প্যাকেজ। 

Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র