শ্যাম বেনেগলের পরিচালনায় নুসরত, শেখ হাসিনার চরিত্রে চমক

Published : Mar 04, 2020, 01:30 PM IST
শ্যাম বেনেগলের পরিচালনায় নুসরত, শেখ হাসিনার চরিত্রে চমক

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বায়োপিক বাংলাদেশের বহু প্রতিক্ষিত ছবির মধ্যে একটি হল এই বায়োপিক ছবির পরিচালনায় রয়েছেন শ্যাম বেনেগল অভিনেত্রী নুসরত ফারিয়াকে দেখা যাবে বিশেষ চরিত্রে

শ্যাম বেনেগলের হাতে তৈরি হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বায়োপিক। শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রো়ডাকশনের কাজ। শেখ মজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছে বাংলাদেশি অভিনেতা আরফিন শুভ। আরফিনের পাশাপাশি শেখ হাসিনার ভূমিকায় পরিচালকের পছন্দ বাংলাদেশি গ্ল্যামার গার্ল নুসরত ফারিয়াকে। 

আরও পড়ুনঃদোলের আমেজে এবার নতুন গানে মৌনি, মুহূর্তে ভিউ ছাড়ালো দশ লক্ষ

আরও পড়ুনঃপরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে, মিটু আন্দোলন নিয়ে সরব কাজল

শেখ হাসিনার পরিণত বয়সে অভিনয় করতে দেখা যাবে নুসরত ফারিয়াকে। অন্যদিকে হাসিনার বর্তমান বয়সের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া। আগামী ১৭ মার্চ মজিবুর রহমানের জন্মদিন। জানা যাচ্ছে, এই দিন থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। ২০২১, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তি পেতে পারে বায়োপিকটি। আরফিন, নুসরত এবং জান্নাতুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদের চরিত্রে), মোস্তাফিজুর ইমরান নুর, মিশা সওদাগর (আয়ুব খানের চরিত্রে), ইমরোজ তিশা, শহিদুল আলম সাচ্চু (এ কে ফাজলুল হকের চরিত্রে), ফজলুর রহমান বাবু (খানদার মোশতক আহমেদের চরিত্রে), তকির আহমেদ (হুসেন শাহিদ শুরাওয়াদ্রি), তুষার খানকে (তোফাজ্জল হোসেনমানিক মিঞা)।   

আরওপড়ুনঃকেদারনাথ অভিনেত্রী এবার বারাণসীতে, সারার সোশ্যাল মিডিয়ায় গঙ্গা আরতির ছবি

বঙ্গবন্ধুর মা, সাহেরা খাতুনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। অন্যদিকে বাবা, শেখ লুতফর রহমানের চরিত্রে থাকছেন খৈরুল আলম সবুজ। এছাড়াও জানা যাচ্ছে, কাস্টিংয়ের তালিকায় বলিউড এবং টলিউড থেকেও উঠতে পারে তারকাদের নাম। 

বায়োপিক বাংলাদেশের ফিল্ম কর্পোরেশন এই কাস্টিংয়ের তালিকা প্রকাশ করেছে। বায়োপিকটি ফিচার ফিল্ম হিসেবেই তৈরি হচ্ছে। ছবির বাজেট ৪০ কোটিরও বেশি। শ্যাম বেনেগলের পাশাপাশি ছবির সহ-পরিচালনার দায়িত্বে রয়েছেন দয়াল নিহালানি। চিত্রানাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং শামা জায়েদি। শ্যাম বেনেগলের কন্যা পিয়া বেনেগল ছবির কস্টিউম ডিরেক্টরের ভূমিকায়।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার