টলিপাড়া ছেড়ে ওপার বাংলায় পাড়ি জমালেন নুসরত, কিন্তু কেন

Published : Jan 02, 2020, 03:55 PM ISTUpdated : Jan 02, 2020, 04:19 PM IST
টলিপাড়া ছেড়ে ওপার বাংলায় পাড়ি জমালেন নুসরত, কিন্তু কেন

সংক্ষিপ্ত

এপার বাংলা-ওপার বাংলা সংমিশেল দীর্ঘদিন ধরেই চলে আসছে  টলি ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী তথা সাংসদ নুসরত ওপার বাংলায় ফিরতে চলেছেন লন্ডন লাভ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নুসরতকে নুসরত ছাড়াও বিদ্যা সিনহাকেও ছবিতে দেখা যেতে পারে

এপার বাংলা-ওপার বাংলা সংমিশেল দীর্ঘদিন ধরেই চলে আসছে। কখনও পদ্মাপারের সুন্দরীরা এপারে এসে বাজিমাত করছেন তো কখনও টলি সুন্দরীরা ওপারে গিয়ে হিটের তকমা লাগাচ্ছেন। আর এই নিয়েই ব্যস্ত রয়েছে এপার-ওপার বাংলা। যেমন পদ্মাপারের নায়িকা জয়া এহসান টলিপাড়ার নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন। দর্শকমনেও তিনি বেশ সমাদৃত। সম্প্রতি শোনা যাচ্ছে টলি ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী তথা সাংসদ নুসরত ওপার বাংলায় ফিরতে চলেছেন। কিন্তু কেন? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। 

আরও পড়ুন-স্যুইমস্যুটে বেরিয়ে এল ভুড়ি, সপাট জবাব সোনার...

সূত্র থেকে শোনা যাচ্ছে, পরিচালক ইফতেখার চৌধুরীর পরিচালনায় 'লন্ডন লাভ' ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নুসরতকে। নুসরত ছাড়াও বিদ্যা সিনহাকেও ছবিতে দেখা যেতে পারে। তবে শাকিব ছাড়া অন্য কেউ এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। 

আরও পড়ুন-চুমু খেয়ে বর্ষবরণ উদযাপন, নয়া ট্রেন্ডে মাতোয়ারা বলি থেকে টলি...

আরও একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, নুসরতও  শাকিবের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছেন। যদিও পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এখনও পর্যন্ত কোনওকিছুই চূড়ান্ত হয়নি। চলতি বছরের এপ্রিল মাসেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। এবং ইদের সময়ই মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
  


 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?