ঠোঁটে কে কামড় দিয়েছে? বেলুনের মতো ফুলতেই নুসরতকে 'বিষাক্ত' বলে কটাক্ষ নেটিজেনদের

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। মা হতে চলেছেন নুসরত, টলিপাড়ার অলিতে-গলিতে এখন একটাই কিসসা। একাধিক প্রেমও এসেছে অভিনেত্রীর বিয়ে। প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ থেকে লিভ-ইন-সন্তান নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। ফের ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়লেন নুসরত জাহান। মুখের চাইতে ঠোঁট বড়, একবারে যেন ফুলে গিয়েছে বেলুনের মতো।  এবার এই বড় ঠোঁট নিয়েই ট্রোলিংয়ের মুখে পড়লেন নুসরত জাহান। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বড় ঠোঁটের জন্য ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত। তবে একাধিকবার কটাক্ষের পর নিজের রেডিও শো ইশক উইথ নুসরত-এ তা নিয়ে মুখও খুলেছিলেন নুসরত জাহান। তাতেও থামল না বিতর্ক।

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের।  একাধিক প্রেমও এসেছে অভিনেত্রীর বিয়ে। প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ থেকে লিভ-ইন-সন্তান নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। ফের ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়লেন নুসরত জাহান। মুখের চাইতে ঠোঁট বড়, একবারে যেন ফুলে গিয়েছে বেলুনের মতো।  এবার এই বড় ঠোঁট নিয়েই ট্রোলিংয়ের মুখে পড়লেন নুসরত জাহান। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বড় ঠোঁটের জন্য ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত। তবে একাধিকবার কটাক্ষের পর নিজের রেডিও শো ইশক উইথ নুসরত-এ তা নিয়ে মুখও খুলেছিলেন নুসরত জাহান। তাতেও থামল না বিতর্ক।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে একটি রিল ভিডিও শেয়ার করেছেন নুসরত জাহান। যা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।  রিল ভিডিওতেই  নুসরতের ঠোঁটের আকার দেখে হতবাক হয়েছেন ভক্তরা। কারণ লিপ জব করলেই সাধারণত এমনটা হয়ে থাকে। এত মোটা ঠোঁট দেখে ভক্তরা যেমন হতবাক হয়েছেন তেমন নোংরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। নেটিজেনদের একজন বলেছেন, 'ঠোঁট নাকি বেলুন?' অন্য এক নেটিজেন বলেছেন, এটা ঠোঁট না বাপ রে বাপ, ঠোঁট দেখেই আর তাকাতে ইচ্ছা করল না।  ঝড়ের গতিতে এই রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Latest Videos

 

 

আরও পড়ুন-সেক্স-যৌনতার নেশায় নয়, মুহূর্তে বদলে যাচ্ছে জীবন, ৪০ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা ফাঁস করলেন সিক্রেট

আরও পড়ুন-শারীরিক সম্পর্ক ভুলেই বিচ্ছেদের পথে হাঁটলেন সিদ্ধার্থ- কিয়ারা, কেন আলাদা হল 'শেরশাহ' জুটি?

আরও পড়ুন-বিয়ের আগেই উদ্দাম সহবাস, আথিয়ার জন্যই কি মুম্বইতে ফ্ল্যাট ভাড়া নিলেন কে এল রাহুল

 

এর আগেও অন্তঃসত্ত্বাকালীন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই চরম ট্রোলড হয়েছিলেন নুসরত। নেটিজেনরা বলেছিলেন, এটাই নাকি তার আসল রূপ,  লিপ সার্জারি নিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন সাংসদ অভিনেত্রী। অন্তঃসত্ত্বা নুসরতকে দেখেই ঠোঁট নিয়ে ট্রোলড করেছিলেন নেটিজেনরা। লিপ সার্জারির অভিযোগে উঠেছিল নুসরত জাহানের বিরুদ্ধে। নেটিজেনরা বলেছিলেন, আগের ঠোঁটই ভাল ছিল, এরকম ঠোঁট করার কী দরকার ছিল। একদম বাজে লাগছে। নেটিজেনদের মধ্যে অন্য একজন আবার বলেছিলেন, এটাই নাকি তার আসল রূপ,  বাকিটা নাকি মেক আপ আর ফিল্টারের কামাল। কেউ আবার বলেছেন, ঠোঁটে কি মৌমাছিতে কামড় দিয়েছে? সুতরাং এই ঠোঁট নিয়ে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। যদি এইসব কটাক্ষকে মোটেই পাত্তা দিতে রাজি নন ঈশানের মাম্মা। নুসরত জাহান, একাধারে সাংসদ অভিনেত্রী অন্যদিকে এক সন্তানের মা। ছেলে হওয়ার পর যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত । সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ।  একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই রয়েছেন নুসরত জাহান।  সবকিছুই সামলে একের পর এক ছবিতে ভক্তদের পাগল করে দিচ্ছেন নুসরত জাহান। ফ্ল্যাট অ্যাবস, মারকাটারি চাবুক ফিগারে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুরন্ত গতিতে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন