২০০ বেশি শাড়ি চেয়েছিলেন ডোনা বৌদি, শুনে চোখ ছানাবড়া বাংলার দাদার

Published : Feb 08, 2022, 01:29 PM IST
২০০ বেশি শাড়ি চেয়েছিলেন ডোনা বৌদি, শুনে চোখ ছানাবড়া বাংলার দাদার

সংক্ষিপ্ত

 কখনও অতিথিদের জীবন নিয়ে আড্ডা, কখনও আবার নিজের বাড়ির হাঁড়ির খবর সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া। কিন্তু বাড়ির খবর কি আদেও সবটা কানে আসে দাদার! হয়তো নয়। 

' দাদাগিরি ' (Zee Bangla Reality Show Dadagiri) এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) 'দাদাগিরি '-তে । কখনও সেলিব্রিটি, কখনও আবার স্পেশ্যাল মানুষদের সঙ্গে ঘটে সাক্ষাৎ, যাঁরা কঠিন বাস্তবে নিজের দাদাগিরি জারি রখেছেন। সকলের সঙ্গে আড্ডায় গল্পে প্রতি শনি-রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ওঠেন একে বারে ঘরের মানুষ। তাঁর সঞ্চালনায় এতটাই সাবলীলতা থাকে, ঠিক যেন সামন্যের মানুষটির সঙ্গে তিনি মন খুলে আড্ডা দিচ্ছেন।  কখনও অতিথিদের জীবন নিয়ে আড্ডা, কখনও আবার নিজের বাড়ির হাঁড়ির খবর সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া। 

কিন্তু বাড়ির খবর কি আদেও সবটা কানে আসে দাদার (Sourav Ganguly)! হয়তো নয়। দাদার জীবনে থাকা ম্যাডামকে নিয়ে তিনি যে বেজায় সজাগ, তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই, সব বাড়ির মতই দাদার বাড়ির ছবিটাও এক, এমনটা বারে বারে স্বীকার করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার স্পেশ্যাল পর্বে (Dadagiri Special Episode) যা সামনে এতো তা হল শাড়ির কালেকশন, সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরিতে  হাজির ছিলেন নদীয়ার ফুলিয়ার শাড়ির ব্যবসায়ী বীরেন কুমার বসাক।

আরও পড়ুন- গায়ক অরিজিৎ-কে তো সকলেই চেনেন, তবলাবাদক অরিজিৎ- এর এমন রূপ কজন দেখেছেন

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

তিনি জানান, তাঁর কাছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশনের কথা, তারই মাঝে তিনি বলেন, এমনকি ডোনা গঙ্গোপাধ্যায়ও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, চেয়েছিলেন ২০০টি শাড়ি, কিন্তু তিনি তা তৈরি করে দেওয়ার অবস্থায় না থাকায়, এই অর্ডার ফিরিয়ে দিতে হয়। শুনে অবাক সৌরভ গঙ্গোপাধ্যায়, যদিও তিনি জানান, এই অর্ডার ছিল নাচের জন্য। সৌরভের উত্তর যদি কখনও এত শাড়ি ডেলিভারি দিতে আসেন, তাঁকে যেন ফোন করে জানানো হয়।   'দাদাগিরি' মানেই নয়া নয়া চমক। আর সেই চমক দেখার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা।   জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে (Dadagiri)  বিশেষ অতিথিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরাও আসেন। তারাও দাদার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নেন। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?