রচনা বন্দ্যোপাধ্যায় সিনে দুনিয়ায় এক অতি জনপ্রিয় নাম। তিনি বহু ভাষার ছবিতে অভিনয় করেছেন। ওড়িয়াতে তাঁকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন অভিনেতা মিহির দাস। মঙ্গলবার এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), এক কথায় বলতে গেলে এই সেলেবর প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা মানুষের আবেগ যেন প্রতি মুহূর্তে চোখে পড়ে। রচনা বন্দ্যোপাধ্যায়, বড়ই কাছের ভক্তমহলের, ফলে তাঁর জীবনেন নানান ওঠা পড়া ছুঁয়ে যায় সকলকে। সদ্য তিনি বাবাকে হারিয়েছেন। সেই খবরে সকলেই সমবেদনা জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রেও বেশ কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল তাঁর, কিছুদিনের বিরতি নিয়ে তিনি আবারও ফিরেছিলেন দিদি নম্বর ১-এর (Didi No. 1) সেটে। এবার হারালেন তিনি আরো এক কাছের মানুষকে। সেলেব মানেই তাঁর দুটি জগত, পরিবার আর শ্যুটিং সেট, সেখানেই কাটে বেশিরভাগ সময়।
দর্শকদের কাছে নিজের সেরা কাজটা তুলে ধরতে পিছু পা হন না কেউই। আর তাই গুণীব্যক্তিরা নিজের মত করে জুনিয়ারদের শিখিয়ে নেয়। রচনা বন্দ্যোপাধ্যায় সিনে দুনিয়ায় এক অতি জনপ্রিয় নাম। তিনি বহু ভাষার ছবিতে অভিনয় করেছেন। বলিউড থেকে শুরু করে ওড়িয়া (Odisha) , তাঁর তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। ওড়িয়াতে একটি দুটি নয়, বহু ছবি করেছেন তিনি।, সেখানেই তাঁকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন অভিনেতা মিহির দাস (Mihir Das)। মঙ্গলবার এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পাওয়া মাত্রই আবারো শোকে ভেঙে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানান, তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। ওড়িয়া ভাষাতে ছবি করতে গিয়ে কখনও তাঁর পর মনে হয়নি, বরং সকলেই তাঁকে ভীষণ ভালো বাসতেন ও শ্রদ্ধা করতেন।
আরও পড়ুন- Uma Upcoming Episode: শুরু আগুন নিয়ে খেলা, আলিয়ার মুখোমুখি উমা
আরও পড়ুন- Aparajita Apu Coming Episode: দুই ছেলেকে একসঙ্গে ফেরত চাই অবলার, অপু কি পারবে
রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও জানান, যে তিনি এই খবরে শোকাহত, এটা তাঁর কাছে খুবই দুঃখের সংবাদ। অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩। ওড়িয়ায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন রচনা বন্দ্যোরপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মাস খানেক আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এছাড়াও শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল, শেষ সময় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।