কোন রহস্য লুকিয়ে রয়েছে 'লালকুঠি'-তে, গা ছমছমে থ্রিলারে পর্দা কাপাতে আসছেন রাহুল-রুকমা

এবার টেলিভিশনের পর্দায় রহস্য -রোমাঞ্চ খুঁজবেন দর্শকরা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নয়া ধারাবাহিক 'লালকুঠি'। যার প্রোমোতেই উত্তেজনার পারদ তুঙ্গে।  'দেশের মাটি ' ধারাবাহিকের রাজা ও মাম্পি জুটি ফের ঝড় তুলতে আসছেন টেলিভিশনের পর্দায়। 'দেশের মাটি ' ধারবাহিকেই রাজা ও মাম্পি জুটি দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিল। ভালবেসে তাদের জুটিকে রাম্পি বলেই ডাকত দর্শকরা।  ফের ভোল বদলে নয়া রূপে হাজির হতে চলেছে রাজা ও মাম্পি জুটি। 'লালকুঠি'-ধারাবাহিকেই একসঙ্গে দেখা যাবে তাদেরকে। 

চলতি বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জনপ্রিয় মেগা সিরিয়ালকে বলে বলে গোল দিচ্ছে নতুন ধারাবাহিক। মেগা ধারাবাহিকের গল্পে যেমন আসছে নতুন  ট্যুইস্ট, তেমনই পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়ও। এককথায় বলতে গেলে ধারাবাহিকে শুরু হয়েছে জমজমাট টক্কর। এবার টেলিভিশনের পর্দায় রহস্য -রোমাঞ্চ খুঁজবেন দর্শকরা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নয়া ধারাবাহিক 'লালকুঠি'। যার প্রোমোতেই উত্তেজনার পারদ তুঙ্গে।  'দেশের মাটি ' ধারাবাহিকের রাজা ও মাম্পি জুটি ফের ঝড় তুলতে আসছেন টেলিভিশনের পর্দায়। 'দেশের মাটি ' ধারবাহিকেই রাজা ও মাম্পি জুটি দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিল। ভালবেসে তাদের জুটিকে রাম্পি বলেই ডাকত দর্শকরা।  ফের ভোল বদলে নয়া রূপে হাজির হতে চলেছে রাজা ও মাম্পি জুটি। 'লালকুঠি'-ধারাবাহিকেই একসঙ্গে দেখা যাবে তাদেরকে। 

 'দেশের মাটি ' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই মন খারাপ ছিল ভক্তদের। কবে তাদের একসঙ্গে আবার বড়পর্দায় দেখা যাবে তার জন্য অধীর অপেক্ষায় বসে ছিলেন ফ্যানেরা। এবার জুটিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়কে।  অন্য জুটিতে পর্দায় হাজির হচ্ছেন রাম্পি । খুব শীঘ্রই জি বাংলার ধারাবাহিক 'লালকুঠি'-তে তাদের রসায়ন ধরা পড়বে।  অনামিকার চরিত্রে রুকমা এবং বিক্রমের চরিত্রে রাহুলকে অভিনয় করতে দেখা যাবে। ধারাবাহিকের গা ছমছমে প্রোমো-ই 'লালকুঠি' ইউএসপি। একঘেয়েমি গল্প ছেড়ে একটু রহস্যে মোড়ক রেখেছেন পরিচালক।

Latest Videos

 

 

প্রায় দীর্ঘদিন বাদে বাংলা টেলিভিশনের পর্দায় সাসপেন্স-থ্রিলারদেখা যাবে। বিজনেস টাইকুনের মেয়ে অনামিকা বিদেশ থেকে জুয়েলারি ডিজাইনের কোর্স করে দেশে ফিরেছে। আচমকাই গঙ্গার ঘাটে দেখা হয় বিক্রমের সঙ্গে। বিক্রমও বেশ সম্ভান্ত পরিবারের ছেলে। তারপরই একটি পার্টিতে দিয়ে তাদের আলাপ-পরিচয় হয়।

 

 

বিক্রমের পরিবার চায় অনামিকা তাদের ব্যবসার সঙ্গে যুক্ত থাকুক। সেই পেশাদারি সম্পর্কও বিবাহে পৌঁছায়।  দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয় বিক্রম ও অনামিকা। বিয়ের পর বিক্রমদের লালকুঠিতে থাকতে শুরু করে অনামিকা। এবং লালকুঠিতে থাকার পর থেকেই নানা ধরনের অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয় অনামিকা। তাদের সঙ্গে একের পর এক ঘটনা ঘটতে পারে। তবে বাড়ির লোক সেকথা বিশ্বাস করে না।

 

 

 প্রোমোতে দেখা যাচ্ছে, বিবাহবার্ষিকীতে অনামিকার জন্য একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করে বিক্রম। শাশুড়ি মা অনামিকার গলায় একটি নীলার দামী হার গলায় পরিয়ে দেয়। গলায় হার পরানোর পর এও বলেন, দেখো বউমা, নীলা কিন্তু সবার সহ্য হয় না। অন্যদিকে বিক্রম অনামিকাকে পুলের কাছে গিয়ে অপেক্ষা করতে বলে। বিক্রমের কথা মতো পুলের সাইডে গিয়ে বসে অনামিকা জলে হাত দিতেই ঘটে বিপত্তি। পুলের ভিতর থেকে একটা কালো হাত তাকে টেনে নিয়ে পুলের জলে ফেলার চেষ্টা করে। তারপর অনামিকা চিৎকার করে বিক্রমকে ডাকে। ভয়ে কুকড়ে যায় অনামিকা। বিক্রম এসে বউকে জড়িয়ে ধরে বলে, 'আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না'।

 

 

ইতিমধ্যেই এই প্রোমো নিয়ে টানটান উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।  কিন্তু অনামিকার এই ভয়ের কারণ কী?আদৌ কি কোনও রহস্য লুকিয়ে রয়েছে লালকুঠিতে?নাকি বিক্রমের কোনও অতীত জড়িয় রয়েছে এই রহস্যের পিছনে? এর পুরোটাই জানা যাবে আগামী ২ রা মে থেকে। অজানা রহস্য উদঘাটন করতে হলে চোখ রাখতে হবে জি বাংলায় ঠিক রাত ৯.৩০ মিনিটে। তবে এতদিন এই সময়ে কড়ি খেলা ধারাবাহিক সম্প্রচারিত হতো। তবে পুরোনো মেগার বন্ধ হয়ে যাচ্ছে নাকি সময় পরিবর্তন হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। সুরিন্দর ফিল্মসের ব্যানারে এবং শুভেন্দু চক্রবর্তীর পরিচালনায় আসছে এই ধারাবাহিক। একঘেয়েমি সংসার-প্রেমের গল্প থেকে খানিকটা স্বাদ পরিবর্তন করবে  ধারাবাহিক  'লালকুঠি', তেমনটাই মনে করছে সকলে।

আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা

আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী

আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul