ঘনিষ্ঠ অন্তরঙ্গতার পর ফ্যামিলি টাইমে মত্ত রাজ-শুভশ্রী, ইউভানের বিদেশ সফরের প্রথম ঝলক প্রকাশ্যে

চারিদিকে শুধু অনন্ত জলরাশি। এর মধ্যেই সমুদ্রের জলে পা ডুবিয়ে ইউভানকে কোলে নিয়ে হাঁটছেন শুভশ্রী। হলুদ রঙের স্লিভলেস পোশাকে নজর কেড়েছে ইউভানের মাম্মা। মায়ের কোলে উঠে নীল সমুদ্র দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছোট্ট সিম্বা। সোশ্যাল মিডিয়ায় মা-ছেলের মুহূর্ত শেয়ার করেছেন রাজ, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। মলদ্বীপের ডায়েরির এই মিষ্টি ভিডিওই এখন নেটদুনিয়ায় হটকেক।

পুরোপুরি ভ্যাকেশন মুডে রয়েছেন (Raj Chakraborty) রাজ-শুভশ্রী (Subhashree Ganguly) সঙ্গে তাদের একমাত্র পুত্র ইউভান (Yuvaan)। কিছুদিন আগেই প্রথম জন্মদিনে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিল ইউভান। এবার বাবা-মায়ের সঙ্গে সোজা মলদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিলেন ইউভান। এটাই প্রথম বিদেশ সফর ইউভানের।  একাধিক দায়িত্বের মধ্যেও নিজেদের জন্য সময় বার করে কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  মলদ্বীপে গিয়ে একের পর এক উষ্ণ ছবিতে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছিলেন রাজশ্রী। তবে ইউভানের কোনও ঝলক দেখা যায়নি। সম্প্রতি প্রকাশ্যে এল একরত্তি ইউভানের ছবি।

 

Latest Videos

 

আরও পড়ুন-খোলা পিঠ, সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকলেন রণজয়, সোহিনীর প্রতি ভালবাসা দেখে হতবাক নেটিজেনরা

আরও পড়ুন-আরিয়ানকে কি গাঁজার ব্যবস্থা করে দিতেন অনন্যা, মজা বলে দাবি নায়িকার, NCB-জেরায় ফাঁস হল গোপন তথ্য

আরও পড়ুন-হাই থাই স্লিটে ঝরছে আগুন, 'গার্লস ওয়ান্ট গার্লস', সারার সঙ্গে ছবি পোস্টে ঝড় তুললেন জাহ্নবী

 

চারিদিকে শুধু অনন্ত জলরাশি। এর মধ্যেই সমুদ্রের জলে পা ডুবিয়ে ইউভানকে কোলে নিয়ে হাঁটছেন শুভশ্রী। হলুদ রঙের স্লিভলেস পোশাকে নজর কেড়েছে ইউভানের মাম্মা। মায়ের কোলে উঠে নীল সমুদ্র দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছোট্ট সিম্বা। সোশ্যাল মিডিয়ায় মা-ছেলের মুহূর্ত শেয়ার করেছেন রাজ, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। মলদ্বীপের ডায়েরির এই মিষ্টি ভিডিওই এখন নেটদুনিয়ায় হটকেক।

 

 

নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, ' দ্য ফ্যামিলি ইজ ওয়ান অফ নেচারস মাস্টারপিসেস' । রাজ-শুভশ্রীর কাপল গোলস-এর পাশাপাশি ইউভানকে দেখে রীতিমতো আপ্লুত ভক্তরা।  মলদ্বীপে গিয়েই ভেজা শরীরে কালো রঙের স্নান পোশাকে ছবি পোস্ট করেছেন শুভশ্রী,ঝড়ের গতিতে ভাইরাল নায়িকা হট লুকের ছবি। ছবিতে শুধু স্পষ্ট তার মুখ। সূর্যের আলো এসে পড়েছে চোখে মুখে।  ভেজা চুলে শরীর চুঁইয়ে পড়ছে উষ্ণতা। আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছেন শুভশ্রী। তবে কী পোশাক তিনি পরেছেন তা স্পষ্ট দেখা যায়নি।

 

 

এখানেই শেষ নয়, একের পর এক কাপল গোলস দিয়েই চলেছেন রাজশ্রী জুটি।  টলিপাড়ার তারকা দম্পত্তির ছুটি কাটানোর চরম ঘনিষ্ঠ মুহূর্ত নিয়েই সরগরম টলিপাড়া । স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন শুভশ্রী। খালি গায়ে রাজ, স্বামীর বুকের উপর শুয়ে মনোকিনিতে ধরা দিয়েছেন নায়িকা। এককথায় মলদ্বীপের সমুদ্র সৈকতে শরীর মিলেমিশে গেছে দুজনের। উষ্ণ রোম্যান্টিক মুহূর্তের ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে। নো মেক আপ লুকেই নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির ক্যাপশনে লেখা,' হট অ্যান্ড সল্টি'। রাজ শুভশ্রীর আদুরে ছবি নেটদুনিয়ায় পারদ চড়াচ্ছে।

 

 

রাজও মলদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। নীল জলের মাঝখানে বিলাসবহুল রিসর্টের একাধিক ছবি দিয়েছেন রাজ। চারিদিকে শুধু অনন্ত জলরাশি, কখনও নীল জল আবার কখনও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন রাজ। সমুদ্র লাগোয়া রিসর্টেই যে তারা রয়েছেন তা রাজের ছবিতেই ধরা পড়েছে। বলি থেকে টলি তারকাদের পছন্দের ডেস্টিনেশন হল মলদ্বীপ। কাজের ফাঁকে সুযোগ মিলতে সকলে এই জায়গাটিকেই বেছে নেন। এবং বেশ কয়েকদিনের ছুটি কাটাতে জায়গাটা এক কথায় অসাধারণ।  টলিপাড়ার একাধিক জুটি যেমন- অঙ্কুশ-ঐন্দ্রিলা, দেব-রুক্মিণী, শ্রাবন্তী সদ্য়ই মলদ্বীপে ভ্যাকেশনে গিয়েছিলেন। এবার ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, সঙ্গে তাদের একমাত্র পুত্র ইউভান।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন